মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজশাহী রয়্যালস। ১২ ম্যাচে তাদের জয় ৮টিতে। ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান প্রথম স্থানে। অন্যদিকে চট্টগ্রামও সমান সংখ্যক ম্যাচে সমান জয় ও পয়েন্ট নিয়ে রান রেটের কারণে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে চ্যালেঞ্জার্সের করা ১৫৫ রানের জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান করে রয়্যালস। লিটন ৪৮ বলে ১টি ছক্কা ও ১১ চারে ৭৫ রানের ইনিংস খেলেন।
শুরুটা আক্রমণাত্মক করেন লিটন ও আফিফ হোসেন। তাদের ওপেনিং জুটিতে ১০.২ ওভারে আসে ৮৮ রান। ৩১ বলে ১টি ছক্কা ও সমান চারে ৩২ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে নাসুম আহমেদের বলে সাজঘরে ফেরেন আফিফ।
দ্বিতীয় উইকেট জুটিতে লিটন ও শোয়েব মালিক ৫০ রান যোগ করেন। জয় থেকে মাত্র ১৮ রান দূরে থাকতে জিয়াউর রহমানের বলে আউট হন লিটন। শোয়েব মালিক ২৫ বলে ২টি ছক্কা ও ৩টি চারে ৪৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতিতে করে চট্টগ্রাম। পাওয়ার প্লের ৬ ওভারে আসে মাত্র ৩৮ রান। চট্টগ্রামের দুই ওপেনার জুনায়েদ সিদ্দিক ২৩ বলে ২৩ এবং ক্রিস গেইল ২১ বলে ২৩ রান করেন।
ওপেনিং জুটি ফিরে গেলে দায়িত্ব আসে ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। কিন্তু তাদের জুটি বেশি দূর এগোতে পারেনি। ইমরুল ১৮ বলে ১৯ করে ফেরেন। রিয়াদ ৩৩ বলে ৩টি ছয় ও ২টি চারে ৪৯* এবং নুরুল হাসান ১৭ বলে ১টি ছয় ও ৪টি চারে ৩০ রান করেন।
মোহাম্মাদ ইরফান, আবু জায়েদ, শোয়েব মালিক, আফিফ হোসেন এবং তাইজুল ইসলাম প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।