তানজিদ হাসানের ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের পর রিশাদ হোসেনের কাঁধে ভর করে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা।
সোমবার চট্টগ্রামের মাঠে বাংলাদেশের প্রথম একাদশে ছিলেন না তানজিদ হাসান তামিম। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া সৌম্য সরকারের বদলি হিসেবে মাঠে নামেন। খেলার সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগালেন তিনি। ৮১ বলে ৮৪ রান করে বদলি খেলোয়াড় হিসেবে সর্বাধিক রান করার রেকর্ড গড়লেন তানজিদ।
জয়ের জন্য যখন ৫৮ রান প্রয়োজন তখন মেহেদি হাসান মিরাজের আউটে ভারসাম্য হারাতে থাকা বাংলাদেশ রিশাদ হোসেনের ব্যাট ধরে খেলায় ফেরে।
৩৭তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ১৬ রান করার পর ৪০তম ওভারে অসাধারণ ২৪ রান তুলে নিজের পাওয়ার হিটিং দক্ষতার প্রদর্শনী করেন। মাত্র ১৮ বলে ৪৮ রানে ইনিংস দিয়ে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি মারেন রিশাদ।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
১৮ বলে ৪৮ রানের ইনিংসে এই তরুণ ব্যাটার আবারও তার হার্ড হিটিং ব্যাটিংয়ের প্রমাণ দিলেন। এর আগে টি-টোয়েন্টি সিরিজে এক ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৫৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
৪৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেন শ্রীলঙ্কার লাহিরু কুমারা।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডারের পতন হয়। জেনিথ লিয়ানাগের প্রথম ওয়ানডে সেঞ্চুরি লঙ্কানদের লড়াইয়ের স্কোর তৈরি করে দেয়। পরে লেট অর্ডারও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। শেষ পর্যন্ত ২৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার।
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডে: প্রথমে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তিন পরিবর্তনে বাংলাদেশ
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। আর মুস্তাফিজুর রহমান নেন দুই উইকেট।
ওয়ানডে সিরিজ শেষ, এবার মার্চের ২২ তারিখ সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে টাইগার ও লঙ্কানরা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: তানজিম বাদ, ডাক পেলেন হাসান মাহমুদ