হান্সি ফ্লিক দায়িত্ব ছাড়ার পর থেকে ভালো নেই বায়ার্ন মিউনিখ। শুরুতে ইউলিয়ান নাগেলসমান, পরে টমাস টুখেলের হাতে দলের দায়িত্ব দিলেও ক্লাবের প্রত্যাশা পূরণ হয়নি। তাই নতুন কোচের খোঁজে রয়েছে জার্মান ক্লাবটি। তবে দলে টানার চেষ্টা করলেও একের পর এক কোচের কাছ থেকে হতাশ হতে হচ্ছে মিউনিখের এই দলটির।
সর্বশেষ বায়ার্নকে ‘না’ করে দিয়েছেন লাইপসিগ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ রাল্ফ রাংনিক। বর্তমানে অস্ট্রিয়া জাতীয় দলের দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি বায়ার্নের কোচ হওয়ার প্রস্তাবে রাজি হননি এ জার্মান। আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পরও তিনি অস্ট্রিয়া জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যেতে চান বলে জানিয়ে দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো গত কয়েকদিন ধরে রাংনিক ও বায়ার্নের গাঁটছড়া বাঁধার সম্ভাবনার কথা জানিয়ে আসছিলেন। তবে বৃহস্পতিবার অফিশিয়াল বিবৃতির মাধ্যমে অস্ট্রিয়ার কোচ হিসেবে নিজের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন রাংনিক।
‘আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়েছে অস্ট্রিয়া। আমি অস্ট্রিয়া জাতীয় দলের কোচ। এই কাজটি আমাকে অনেক আনন্দ দেয়। আমরা যে পথচলা শুরু করেছি, তা চালিয়ে যেতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’
‘এটি বায়ার্ন মিউনিখকে প্রত্যাখ্যান করা নয়, বরং আমার (বর্তমান) দল ও আমাদের একই উদ্দেশ্য সাধনের জন্যই আমার এমন সিদ্ধান্ত। আমরা এখন ইউরো নিয়ে পূর্ণ মনোযোগের সঙ্গে কাজ করছি এবং টুর্নামেন্টে যতদূর এগোনো যায় আমরা সেই চেষ্টা করব।’
আরও পড়ুন: ফিফা বিশ্ব র্যাঙ্কিং: বাংলাদেশের অবস্থান ১৮৪তম
চলতি মৌসুম শেষেই টুখেলের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন হতে চলেছে, গত ফেব্রুয়ারি মাসে তা জানিয়ে দেয় বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ। এরপর থেকে নতুন ম্যানেজারের খোঁজে রয়েছে ক্লাবটি।
শুরুতে চলতি মৌসুমে বায়ের লেভারকুজেনকে নিয়ে চমক দেখানো কোচ শাবি আলোনসোর সঙ্গে বায়ার্ন চুক্তিবদ্ধ হতে চাইলেও শেষ পর্যন্ত লেভারকুজেনেই আরও অন্তত এক বছর কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাবি। এরপর নিজেদেরই সাবেক কোচ নাগেলসমানকে ফের ফেরানোর চিন্তা করে বায়ার্ন কর্তৃপক্ষ। তবে ইউরোর আগে জার্মানির জাতীয় দল ছেড়ে আসতে চাননি তিনিও। এরপর রাংনিকের দিকে নজর যায় ক্লাব কর্তাদের। শেষমেষ তিনিও খালি হাতে ফেরালেন ক্লাবটিকে।
চলতি মৌসুমটি সাম্প্রতিককালের সবচেয়ে বাজেভাবে কাটছে বায়ার্নের। বুন্দেসলিগায় তাদের টানা ১১ বছরের আধিপত্য শেষ করে বেশ কয়েক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো লিগ শিরোপা নিজেদের ঘরে তুলেছে লেভারকুজেন। জার্মান কাপেও তাদের পারফরম্যান্স ছিল হতশ্রী, টুর্নামেন্টে তাদের থামতে হয় দ্বিতীয় রাউন্ডেই। মৌসুমে এখন তাদের সম্ভাবনা টিকে আছে শুধু চ্যাম্পিয়ন্স লিগে। সেখানেও সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে তারা। আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউতে ফিরতি লেগে মাঠে নামবে বায়ার্ন।