আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন টুর্নামেন্টে তার অংশগ্রহণ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের দেশে আসা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন সবার মনেই। ইতোমধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, জালিয়াতির অভিযোগে গুনতে হয়েছে জরিমানাও। সব মিলিয়ে পরিস্থিতি একদমই তার অনুকূলে নেই।
এরই মাঝে আগামী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বিপিএলের পরবর্তী আসর। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে টুর্নামেন্টে অংশ নেওয়া সাতটি দলকে তাদের রিটেইন ও ডাইরেক্ট সাইনিং লিস্ট জমা দিতে হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প কে?
গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবারের আসরেও রংপুর রাইডার্স তাকে পাবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
শনিবার (৫ অক্টোবর) বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। সম্ভব হলে সাকিবকে নিয়েই বিপিএল খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে তানিম বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট (সন্দেহ) আছে তার এভেইলেবেলেটি (প্রাপ্যতা) নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কিনা। এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএলও খেলতে আসবেন। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারব নাকি না।’
আরও পড়ুন: খেলোয়াড় হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকু নিরাপত্তা পাবেন সাকিব আল হাসান: ক্রীড়া উপদেষ্টা
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন- এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব না। ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত, বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না সাকিব বিপিএল খেলুক; এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’