২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া পর্বের খেলায় ফিরতি লেগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। প্রথম লেগে ৭-০ গোলের বড় ব্যবধানের হারের পর দ্বিতীয় লেগে অন্তত সম্মানজনক ফুটবল খেলেছে হাভিয়ের কাবরেরার দল।
বৃহস্পতিবার (৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-০ গোলের ব্যবধানে হারে বাংলাদেশ। এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চার ম্যাচে হারল তারা।
২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। তারপর থেকে ছয়বার সাক্ষাৎ হয়েছে দল দুটির। তবে এই ছয় ম্যাচে এবারই প্রথম সবচেয়ে কম ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ‘অপরাজিত’ থেকে ইউরোপের রাজত্ব পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ
গত চারবারের দেখায় ১৮ বার বাংলাদেশের জালে বল পাঠিয়েছে বিশ্ব র্যাংকিংয়ে ২৪তম অবস্থানে থাকা অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ এখনও তাদের জালে বল জড়াতে পারেনি।
বৃহস্পতিবার ১-০ গোলে এগিয়ে থেকে প্রধমার্ধের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। তবে পুরোটা সময়জুড়ে মাঠের নিজেদের অংশেই ব্যস্ত থাকতে দেখা যায় বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল হজম করলেও তুলনামূলক ভালো খেলেছে স্বাগতিকরা।
বাছাইপর্বে নিজেদের মাঠে এটিই বাংলাদেশের শেষ ম্যাচ ছিল। আর মাত্র একটি ম্যাচ আছে তাদের হাতে। আগামী ১১ জুন লেবাননের মুখোমুখি হবে কাবরেরার দল।
বিশ্বকাপ বাছাইয়ে এ পর্যন্ত ১ পয়েন্ট অর্জন করতে পেরেছে বাংলাদেশ। সেটিও এই কিংস অ্যারেনাতে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।
আরও পড়ুন: রোনালদোর অর্জনের মুকুটে আরও একটি পালক