ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিতে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা শুরু হতে পারেনি।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়মসন।
তবে শুরুটা ভাল হয়নি ব্ল্যাকক্যাপসদের। ১০ ওভারে মাত্র ২৭ রান তুলতে পারে কিউইরা, যা এবারের বিশ্বকাপে প্রথম পাওয়ার প্লেতে সর্বনিম্ন স্কোর। মাত্র ১ রান করেই বিদায় নেন ওপেনার মার্টিন।
তবে দলের হাল ধরেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। ব্যক্তিগত ৬৭ রানে চাহালের শিকার হয়ে বিদায় নেন তিনি। এরপর রস টেলর অর্ধশতকের সুবাদে দুই শতাধিক রান তুলতে পারে নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৬৭ রানে রস টেলর অপরাজিত থাকেন। ক্রিজে তাকে সঙ্গ দিচ্ছেন টম লাথাম।
বুধবার ইনিংসের বাকি ২৩ বল মোকাবিলা করবে নিউজিল্যান্ড। তবে এদিনও ম্যানচেস্টারে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। রিজার্ভ ডেতেও খেলা না হলে, পয়েন্ট টেবিলে ওপরে থাকায় ফাইনালে উঠবে ভারত।
এর আগে বিশ্বকাপের প্রথম পর্যায়েও ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।