দ্রুততম গোলের রেকর্ড গড়েও ইতালির কাছে প্রথম ম্যাচ হেরে নেশন্স লিগ শুরু করে ফ্রান্স। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে দিদিয়ের দেশমের দল।
নেশন্স লিগের ‘এ’ লিগের দ্বিতীয় গ্রুপের ম্যাচে সোমবার রাতে নিজেদের মাঠে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন ফ্রান্স।
প্রথমার্ধে দলকে এগিয়ে নেন ফ্রান্সের পিএসজি স্ট্রাইকার রান্দাল কোলো মুয়ানি, এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কোলো মুয়ানির ক্লাব সতীর্থ উসমান দেম্বেলে।
প্রথম ম্যাচে বলের দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে নিষ্প্রভ ছিল ফ্রান্সের আক্রমণভাগ। তবে এদিন বলের দখল কম থাকলেও দাপুটে ফুটবল উপহার দিয়েছেন এমবাপ্পে-গ্রিজমানরা।
আরও পড়ুন: দ্রুততম গোলের রেকর্ড গড়েও ইতালিতে বিধ্বস্ত ফ্রান্স
৫৫ শতাংশ সময় বলের দখল রেখে মোট ৯টি আক্রমণ শানায় বেলজিয়াম, যার চারটি ছিল লক্ষ্যে। সেখানে ৪৫ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেও ২৫টি আক্রমণ চালায় ফ্রান্স। এর মধ্যে ৯ শট লক্ষ্যে রাখতে পারে তারা।
এই জয়ে বেলজিয়ামের সমান ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে ফ্রান্স। আর পয়েন্ট (৩) ও গোল ব্যবধান একই (শূন্য) থাকার পরও ফ্রান্সের কাছে হেরে তিনে বেলজিয়াম। দিনের অন্য ম্যাচে ইসরায়েলকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইতালি।
এর ফলে দ্বিতীয় গ্রুপের দুই রাউরন্ডের খেলা শেষ হয়েছে। আগামী ১০ অক্টোবর গ্রুপের অপর দল ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স এবং বেলজিয়ামকে আতিথ্য দেবে ইতালি। এর চার দিন পর ফিরতি লেগে ফ্রান্সকে আতিথ্য দেবে বেলজিয়াম এবং ঘরের মাঠে ইসরায়েলের মুখোমুখি হবে ইতালি।
পরের মাসে বাকি দুই রাউন্ডের ম্যাচের মাধ্যমে নেশন্স লিগের গ্রুপপর্বের খেলা শেষ হবে।
আরও পড়ুন: প্রায় পুরো ম্যাচ ১০ জনে খেলা স্পেনে বিধ্বস্ত সুইজারল্যান্ড