ম্যানচেস্টার সিটি থেকে ধারে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে পাড়ি জমিয়েছেন ব্রাজিলীয় রাইটব্যাক ইয়ান কোতু। তবে চুক্তিতে এক মৌসুম পর ৩০ মিলিয়ন ইউরোতে তাকে বাধ্যতামূলক কেনার একটি শর্তও জুড়ে দিয়েছে সিটি।
ডর্টমুন্ডে নাম লিখিয়ে দারুণ খুশি ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটি আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ডর্টমুন্ড বিশেষ একটি ক্লাব। এই ক্লাবটি যে কতটা বিশেষ, তা ব্রাজিলের প্রতিটি শিশুই জানে।’
‘ডর্টমুন্ডের জার্সি পরে ঘরের মাঠের সমর্থকদের উত্তেজনা ও আবেগ অনুভব করতে আমার তর সইছে না।’
২০২০ সালে সিটিতে যোগ দেন কোতু। ব্রাজিলের জার্সিতে চার ম্যাচ খেলার সুযোগ পেলেও পেপ গার্দিওলার একাদশে কুতোর জায়গা হয়নি। ওই মৌসুমে তাকে সিটি ফুটবল গ্রুপেরই স্প্যানিশ ক্লাব জিরোনায় ধারে পাঠানো হয়। এরপর মাঝে এক বছর পর্তুগিজ ক্লাব ব্রাহায় ধারে খেলে ফের দুই বছর জিরোনায় খেলেন তিনি।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমালেন ভারান