ট্রফিহীন গত মৌসুম কাটানোর পর নতুন মৌসুমে যেন জ্বলে উঠেছে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও অপরাজিত তারা। শুধু তা-ই নয়, প্রতিপক্ষ হিসেবে যাদের পাচ্ছে, তাদেরই পিষে দিচ্ছে বুন্দেসলিগা জায়ান্টরা।
শনিবার বুন্দেসলিগার চতুর্থ রাউন্ডের ম্যাচে ভের্ডার ব্রেমেনের মাঠে খেলতে নামে ভিনসেন্ট কোম্পানির দলটি। ম্যাচটি ৫-০ ব্যবধানে জিতেছে বুন্দেসলিগার সফলতম দলটি।
এদিন মাঠের খেলায় ব্রেমেনকে এমনভাবে চেপে ধরে বায়ার্ন যে তারা কোনো শট নেওয়ার সুযোগই পায়নি। অপরদিকে, ৬৫ শতাংশ সময় বলের দখল রেখে ম্যাচজুড়ে মোট ২৫টি শট নেয় বায়ার্ন মিউনিখ। এর মধ্যে লক্ষ্যে থাকা সাতটি শট থেকে পাঁচটি গোল আদায় করে নেন হ্যারি কেইন-মাইকেল অলিসরা।
দলের হয়ে জোড়া গোল করেন এই গ্রীষ্মে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে নাম লেখানো স্ট্রাইকার মাইকেল অলিস। এছাড়া একটি করে বাকি তিনটি গোল করেন হ্যারি কেইন, জামাল মুসিয়ালা ও সের্গে গেনাব্রি।
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
এদিন দুটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলে অবদান রাখেন অলিস। এর ফলে বায়ার্নের জার্সিতে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে মোট পাঁচটি গোল ও দুটি অ্যাসিস্ট করলেন এই ইংলিশ তরুণ।
ম্যাচের ২৩ মিনিটে হ্যারি কেইনের বাড়ানো বল ধরে সফল শটে দলকে এগিয়ে নেন অলিস। এর ৯ মিনিট পর অলিসের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা।
২-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের আট মিনিটের ঝড়ে ব্রেমেনকে লণ্ডভণ্ড করে দেয় বায়ার্ন।