সবশেষ চার ম্যাচের তিনটি ড্র করার পর অবশেষে জয় পেয়েছে আর্সেনাল। তবে শুধু জয় নয়, লিগ কাপের ম্যাচ খেলতে নেমে প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসব করেছে তারা।
এমিরেটস স্টেডিয়াম স্থানীয় সময় বুধবার রাতে লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে লিগ ওয়ানের ক্লাব বোল্টন ওয়ান্ডারার্সের বিপেক্ষ ৫-১ গোলে জিতেছে আর্সেনাল।
এই ম্যাচে বেশ কয়েকটি ‘প্রথম’ এর সাক্ষী হয়েছে আর্সেনাল সমর্থকরা।
ডেকলান রাইসের গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় আর্সেনাল। এরপর মূল দলে অভিষেক হওয়া ম্যাচে জোড়া গোল করে বোল্টনকে ম্যাচ থেকে ছিটকে দেন আর্সেনালের ১৭ বছর বয়সী তরুণ প্রতিভা ইথান নোয়ানেরি। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন গানারদের জার্সিতে প্রথমবার পেশাদার ফুটবল খেলতে মাঠে নামা এই তরুণ।
আরও পড়ুন: এনকুঙ্কুর হ্যাটট্রিকে লিগ কাপে চেলসির গোল উৎসব
এছাড়া আর্সেনালের জার্সিতে এদিন প্রথম গোলের দেখা পেয়েছেন রাহিম স্টার্লিংও। ম্যাচের ৬৪তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান বাড়ান তিনি। এরপর ৭৭তম মিনিটে পঞ্চম গোলটি করেন কাই হাভার্টস।
অন্যদিকে, বোল্টনের একমাত্র গোলটি আসে অ্যারন কলিন্সের পা থেকে।
পুরো ম্যাচজুড়ে এদিন বোল্টনকে চাপে রাখে মিকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের ৭৫ শতাংশ সময় বলের ওপর নিয়ন্ত্রণ রেখে মোট ১৫টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। অপরদিকে, বোল্টনের চারটি শটের লক্ষ্যে ছিল শুধু গোল পাওয়া শটটি।
এছাড়া, চোটের কারণে ডেভিড রায়ার অনুপস্থিতিতে মাত্র ১৬ বছর ৭২ দিন বয়সে মাঠে নেমে আর্সেনালের সর্বকনিষ্ঠ গোলরক্ষকই শুধু নয়, ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার বনে যান জ্যাক পর্টার। এর ফলে ২০০৩ সালের অক্টোবরে সেস্ক ফাব্রেগাসের গড়া রেকর্ড ভাঙেন এই গোলরক্ষক। লিগ কাপেই রথ্যারহ্যামের বিপক্ষে অভিষেক ম্যাচের দিন তার বয়স ছিল ১৬ বছর ১৭৭ দিন।
দিনের অপর ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে লিভারপুল, আর ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-১ গোলের সমতায় রুখে দিয়েছে টোয়েন্টে।