এর আগের আটবারের দেখায় সবগুলো ম্যাচেই জিতেছিল ভারত।
তবে রবিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে নবমবারের মুখোমুখিতে মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানের কল্যাণে প্রতিবেশীদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় টাইগাররা।
দুর্দান্ত এই জয়ে সিনিয়র ক্রিকেটার ও ভক্ত-সমর্থকদের প্রশংসায় ভাসছেন টাইগাররা। সাকিব-তামিমবিহীন ম্যাচে এমন দুর্দান্ত জয় যেন ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।
তাছাড়া সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের অভাব একটুও বুঝতে পারেনি টিম টাইগার।
দুর্দান্ত এই জয়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসান অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে।
ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় এবং ১০ নভেম্বর নাগপুরে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
পরবর্তীতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টটি মধ্য প্রদেশের ইন্দুরে এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি ২২ নভেম্বর থেকে ইডেন গার্ডেনে শুরু হবে।
কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনের ম্যাচটি হবে দিবা-রাত্রির। বাংলাদেশ বা ভারত কোনো দলেরই দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই।