সবকিছু ঠিকঠাক থাকলে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে চলেছেন কলকাতার এ ক্রিকেটার।
সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন হলেও জানা গেছে বোর্ড সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে না যেহেতু সর্বসম্মতিক্রমেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামবিবেচিত হয়েছে।
রবিবারই নিজের মনোনয়ন জমা দেয়ার সিদ্ধান্ত নেন সৌরভ। এর ফলে ৪৭ বছরের সৌরভকে তার বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) -এর সভাপতি পদ ছাড়তে হবে।
বোর্ডের সভাপতি পদে লড়াইটি মূলত ছিল সৌরভ ও শ্রীনিবাসন ঘনিষ্ঠ ব্রিজেশ প্যাটেলের সাথে। কোনো কোনো মহলের ধারণা ছিল ব্রিজেশই শেষ পর্যন্ত সভাপতি নির্বাচিত হচ্ছেন। সেই জল্পনায় জল ঢেলে দিলেন সৌরভ।
এদিকে, বিসিআইয়ের সচিব হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষ হতে চলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল।
অনুরাগ ঠাকুর বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পর সভাপতি পদে সৌরভের পক্ষে জোরাল দাবি ওঠে। এবার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। ফলে ভারতীয় ক্রিকেট প্রশাসনে এবার 'দাদাগিরি' যুগ শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।