গত মৌসুমে অল্পের জন্য লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পর নতুন মৌসুমে আরও উজ্জীবীত ফুটবল উপহার দিয়ে চলেছে আর্সেনাল। তারই ধারাবাহিকতায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মিকেল আর্তেতার দল।
শনিবার (২৪ আগস্ট) ভিলা পার্কে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্তেতার শিষ্যরা।
ম্যাচের ৬৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বেলজিয়ান ফরোয়ার্ড লেয়ান্দ্রো ত্রোসা। এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার তমাস পার্তি।
গত মৌসুমে আর্সেনালের ৫ হারের দুটিই ছিল অ্যাস্টন ভিলার বিপক্ষে। নতুন মৌসুমে তাই আঁটঘাট বেঁধেই ভিলা পার্কে খেলতে নামে গানাররা। ম্যাচের শুরু থেকেই দেখা যায় তাদের প্রতাপ।
ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে আর্সেনাল। তবে বুকায়ো সাকার শট ঝাপিয়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।
তবে ৯ মিনিট পর আক্রমণে উঠে সুযোগ তৈরি করে ভিলা। মরগ্যান রজার্সের বাড়ানো পাস বক্সের মধ্যে ধরে শট নেন অলি ওয়াটকিন্স। তবে শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।
৩২তম মিনিটে পার্তির শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৭ মিনিট পর গাব্রিয়েল মার্তিনেল্লির বাড়ানো বল ধরে শট নিলে কাই হাভার্টসের শটটি বাঁ পাশের পোস্টঘেঁষে বেরিয়ে যায়।
এরপর বিরতির আগমুহূর্তে ওয়াটকিন্সের বাড়ানো পাস থেকে গোলে শট নেন ভিলার লিওন বেইলি। তবে লাফিয়ে উঠে বলটি তালুবন্দি করেন এমি মার্তিনেস।
আরও পড়ুন: হাভার্টস-সাকার গোলে জয় দিয়ে শুরু আর্সেনালের
ফলে স্কোরবোর্ড ফাঁকা রেখেই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় দুই দলই। ফলে বেশকিছু ফাউল হতে থাকে কিছুক্ষণ পরপর।
এরপর ৬৭তম মিনিটে লেয়ান্দ্রো ত্রোসার গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষের বক্সের ডান পাশে সতীর্থের বাড়ানো বল একেবারে লাইনের ওপর থেকে ধরে বক্সের মধ্যে নিচু ক্রস দেন সাকা। সেখানে জটলার মধ্যে থেকে দূরের পোস্ট দিয়ে নেওয়া শটে বল জালে জড়ান ত্রোসা।
ম্যাচের ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তমাস পার্তি। বক্সের ভেতর থেকে সুবিধা করতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকা পার্তিকে ব্যাক পাস দেন সাকা। প্রথম ছোঁয়াতেই ডানপাশের পোস্টঘেঁষে জোরালো শট নেন পার্তি; বল মার্তিনেসকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়।
দুই মিনিট পর আরও একটি ভালো সুযোগ তৈরি করে আর্সেনাল। বক্সের ভেতরে ফাঁকা দাঁড়িয়ে থাকার পরও মার্টিন ওডেগার্ড পোস্টের অনেক উপর দিয়ে উড়িয়ে মারলে হতাশ হয় সমর্থকরা।
৮৪তম মিনিটে আরও একবার গোলের চেষ্টা করে ভিলা। তবে বদলি নামা জ্যাকব র্যামসির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মার্তিনেস। এরপর যোগ করা সময়ে রস বার্কলির বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট পোস্টের উপর দিয়ে চলে যায়। এরপর আর কোনো সুযোগ তৈরি না হলেও দুই গোলের ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এর ফলে টানা দুই জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে গানাররা। অন্যদিকে, প্রথম রাউন্ডে ওয়েস্ট হ্যামের কাছে জেতা অ্যাস্টন ভিলার পয়েন্ট তিন।
লিগের পরের রাউন্ডে আগামী শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ব্রাইটনের মুখোমুখি হবে আর্সেনাল। অন্যদিকে, ওইদিনই রাত ৮টায় লিস্টার সিটির বিপক্ষে খেলতে নামবে উনাই এমেরির শিষ্যরা।
প্রথম ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ফুলহ্যামের কাছে হেরেছে তারা।