দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া ও উরুগুয়ের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর ফাইনাল ম্যাচটি নির্বিঘ্নে হওয়ার আশা ব্যক্ত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কালোনির আর্জেন্টিনা।
বৃহস্পতিবার সকালে দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেও উরুগুয়েকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে কলম্বিয়া। ওই ম্যাচের পর গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় উরুগুয়ের ফুটবলাররা।
পরবর্তীতে অবশ্য খেলোয়াড়রা অভিযোগ করেছেন, গ্যালারিতে পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার ও হামলা করায় তাদের রক্ষার্থে ছুটে গিয়েছিলেন তারা।
আরও পড়ুন: ফাইনালের আগে যে ভয় পাচ্ছেন স্পেন কোচ
তবে ফাইনালে এ ঘটনার পুনরাবৃত্তি চান না স্কালোনি।
ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আশা করব, ভক্তরা উদযাপন করবে। আমার সমস্ত হৃদয় দিয়েই এটি চাই আমি। শিরোপা জিতে শেষটা রাঙিয়ে সবাইকে উদযাপনের সুযোগ করে দেওয়া দারুণ ব্যাপার হবে।’
এসময় উরুগুয়ের খেলোয়াড় ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, ‘খেলেয়াড়দের সবসময়ই আমি বাকিদের জন্য উদাহরণ হতে বলি। কিন্তু এ ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা খুবই কঠিন হয়ে যায়।’
‘আমি জানি না, এখানে কার বা কাদের দোষ ছিল, তবে পরিবারের সদস্যরা বিপদে পড়লে আপনি মরিয়া হয়ে তাদের রক্ষা করতে চাইবেন- এটাই স্বাভাবিক।’
কোপার চলতি আসর শেষেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ গোল করা আনহেল দি মারিয়া। ফলে ফাইনাল ম্যাচটিই নীল-সাদা জার্সিতে তার শেষ ম্যাচ হতে চলেছে।
তবে ফাইনালে দি মারিয়াকে শুরুর একাদশে দেখা যাবে কিনা, তা নিয়ে অনিশ্চিত স্কালোনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘জানি, এটি তার শেষ ম্যাচ। কিন্তু দলের জন্য যেটি সেরা সিদ্ধান্ত, আমি তা-ই নেব। সে যদি খেলার সুযোগ পায়, তাহলে বুঝতে হবে, দলে নিজের জায়গা সে নিজেই করে নিয়েছে। আর যদি তা না হয়, তাহলেও দলের জন্য সেটাই ভালো বলে বিবেচিত হবে।’
তবে দি মারিয়ার শেষটা যাতে সুন্দর হয়, সেই প্রত্যাশাও ঝরেছে তার কণ্ঠে, ‘আশা করব, সবকিছু যেন ঠিকঠাক থাকে আর আনহেল যেন ভালোভাবে তার ক্যারিয়ার শেষ করতে পারে।’