শুক্রবার বিকালে নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহম্মেদ সোহান, সেচ্ছাসেবী সংগঠন বাঁধনের কর্মকর্তা হায়দার আপন, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আসিফ অচিন্ত প্রমুখ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং এদের প্রায় সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এদের অনেকরই অক্সিজেন সেবা প্রয়োজন। মূলত এদের চিকিৎসা সেবা মোটামুটি নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
ইতোমধ্যে লোহাগড়ায় পাল্স অক্সিমিটারসহ তিনটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে।