এই জয়ের কারণে নকআউট পর্বের আশা এখনো বেঁচে রইলো রংপুরের। ৭ ম্যাচের দুটিতে জিতে তাদের পয়েন্ট ৪। অন্যদিকে নকআউট পর্ব থেকে ছিটকে গেল সিলেট থান্ডার। ৮ ম্যাচে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেট।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের দেয়া ১৩৪ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই টপকে যায় রংপুর রেঞ্জার্স। ডেলপোর্ট ২৮ বলে ৫টি ছক্কা ও ৬টি চারে ৬৩ রান করেন।
এছাড়া মোহাম্মাদ নাঈম ৫০ বলে ২টি ছক্কা ও সমান চারে ৩৮ রান এবং মোহাম্মদ নবী ১২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
সিলেটের পক্ষে নাভীন-উল-হক ৪ ওভারে ১৩ রান খরচায় ২টি এবং এবাদত হোসেন ১টি উইকেট লাভ করেন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে সিলেট।
দলের পক্ষে মোহাম্মাদ মিথুন সর্বোচ্চ ৪৭ বলে ২টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৬২ রানের ইনিংস খেলেন।
রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১০ রান খরচায় ৩টি উইকেট লাভ করেন। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।