ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুঃস্বপ্নময় সময় অতিবাহিত করার পর আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচেই দারুণ বোলিংয়ে দুঃসময় পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাট করে ২৩৫ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নবী। ৭৯ বল মোকাবিলা করে তিনটি ছক্কা ও চারটি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ৯২ বল খেলা অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির ব্যাট থেকে এসেছে ৫২ রান।
বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইন-আপ ভেঙে চুরমার করেছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
এদিন ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান। এরই ধারাবাহিকতায় ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। এরপর শহীদির সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে উইকেটের ভাঙন ঠেকান গুলবদিন নাইব। তাসকিনের বলে ক্যাচ দিয়ে ২২ রান করে গুলবদিন ফিরে গেলে ২০ ওভারে ৭১ রান তুলতে পাঁচ উইকেট হারায় আফগানিস্তান।
এরপর মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান শহীদি। দলীয় সংগ্রহ ৭১ থেকে ১৭৫-এ তোলার পর তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরতে হয় শহীদিকে। এরপর আবারও নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ছোট ছোট কয়েকটি জুটিতে ২৩৫ রান তুলে ফেলেন আফগান ব্যাটাররা। তবে ইনিংসের দুই বল বাকি থাকতে ফজলহক ফারুকি রান আউট হয়ে গেলে অলআউট হয়ে যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২৩৫/১০ (নবী ৮৪, শহীদি ৫২; মোস্তাফিজ ৪/৫৮, তাসকিন ৪/৫৩)।