ডান পায়ের পেশীতে চোট পেয়ে নতুন মৌসুমের শুরুতেই ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তার চোটে চিন্তার ভাঁজ পড়েছে ইংল্যান্ড জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির কপালেও।
শুক্রবার (২৩ আগস্ট) বেলিংহ্যামের ইনজুরির বিষয়ে এক বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ।
বিবৃতিতে বলা হয়, ‘জুড বেলিংহ্যামের ওপর রিয়াল মাদ্রিদ মেডিকেল সার্ভিসের পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডান পায়ের পেশীতে চোট ধরা পড়েছে। তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বেলিংহ্যামকে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি ট্রেনিংয়ে ফিরতে পারেন।
এ কথা সত্যি হলে লিগে কয়েক ম্যাচে তাকে পাচ্ছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি।
আরও পড়ুন: আক্রমণভাগে পরিবর্তন আসায় দলে ভারসাম্যের অভাব দেখছেন আনচেলত্তি
গত সপ্তাহে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। আগামী রবিবার রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ওই ম্যাচের আগে অনুশীলন করতে গিয়েই চোট পেয়েছেন তিনি।
এছাড়া সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া উয়েফা নেশন্স লিগের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচেও তাকে পাচ্ছেন না গ্যারেথ সাউথগেটের চলে যাওয়ার পর থ্রি লায়ন্সদের দ্বায়িত্ব সামলানো অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি।
আগামী মাসের ৭ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে নেশন্স লিগের ‘বি’ লিগে নিজেদের যাত্রা শুরু করবে সদ্য শেষ হওয়া ইউরো রানার্স-আপরা। এরপর ১০ তারিখে ফিনল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ-২ এ তাদের অপর প্রতিপক্ষ গ্রিস। নেশন্স লিগের পরবর্তী আসরের মূল পর্বে জায়গা করে নিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই তাদের।
প্রসঙ্গত, সবশেষ ইউরোর ফাইনালে হারের দুই দিন পর ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। দীর্ঘ ৮ বছর পর কোচের পদ খালি হলেও এখনও কাউকে সাউথগেটের স্থলাভিষিক্ত করতে পারেনি ইংলিশ ফুটবল ফেডারেশন। তার অবর্তমানে এখন পদটি সামলাচ্ছেন সহকারী কোচ কার্সলি।
উল্লেখ্য, গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহ্যাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের