ম্যানচেস্টার সিটির ফুটবলার হয়েও একপ্রকার যাযাবরের মতো জীবন কাটাচ্ছিলেন জোইয়াও কান্সেলো। অবশেষে ইউরোপীয় ফুটবল ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নিলেন ৩০ বছর বয়সী এই পর্তুগিজ ফুলব্যাক। সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন তিনি।
দলবদলের মৌসুমে বার্সেলোনাসহ বেশকিছু ইউরোপীয় ক্লাব তার ওপর নজর রাখছে বলে গুঞ্জন ছিল। তবে শেষমেষ আল-হিলালেই থিতু হয়েছেন এই ফুটবলার।
মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে দলে টানার ঘোষণা দিয়েছে আল-হিলাল।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএনের জানিয়েছে, কান্সেলোকে দলে পেতে সিটিকে ২৫ মিলিয়ন ইউরো দিয়েছে আল-হিলাল। তিন বছরের চুক্তিতে ক্লাবটিতে নাম লিখিয়েছেন কান্সেলো, যেখানে প্রতি বছর প্রায় ১৮ মিলিয়ন ইউরো উপার্জন করবেন এই ফুটবলার।
আরও পড়ুন: বার্সেলোনা থেকে আবারও সিটিতে গুন্ডোগান
সিটি বস পেপ গার্দিওলার সঙ্গে মতানৈক্যের কারণে ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয়ার্ধ বায়ার্ন মিউনিখের হয়ে ধারে খেলেন কান্সেলো। এরপর ২০২৩-২৪ মৌসুমের পুরোটাই তিনি কাটিয়েছেন বার্সেলোনায়।
কাতালুনিয়ায় তার ধারে খেলার সময় শেষে ফের ম্যানচেস্টারে ফেরেন তিনি। এরপর গার্দিওলা জানিয়েছিলেন, ক্লাবের প্রয়োজনে দলে ডাক পেতে পারেন তিনি। কিন্তু প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। এরপর আল-হিলালের সঙ্গে তার চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে এলো।
২০১৮-১৯ মৌসুমে ইউভেন্তুসের সেরি-আ জয়ে মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করেন কান্সেলো। এরপর ২০১৯ সালের গ্রীষ্মকালীন দলবদলে ৬০ মিলিয়ন পাউন্ড খরচ করে তাকে দলে টানে সিটি। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েও দারুণ পারফর্ম করেন তিনি। সিটির হয়ে টানা তিনটি প্রিমিয়ার লিগ জেতার পর দলে তার জায়গা নড়বড়ে হয়ে যায়। এ কারণেই কোচের ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন তিনি, যার ফলে ক্লাব ছাড়াটা তার জন্য ছিল একপ্রকার সময়ের ব্যাপার মাত্র।
আরও পড়ুন: অবশেষে ‘ঠিকানা’ খুঁজে পেলেন ফেলিক্স
ম্যানচেস্টার সিটির জার্সিতে ১৫৪ ম্যাচ খেলে ৯ গোল করেছেন এই উইংব্যাক, জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা।
আল-হিলালে তিনি নেইমার, ম্যালকম, নিজ দেশের রুবেন নেভেস, সেনেগালের কালিদু কুলিবালি ও মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর মতো তারকাদের সঙ্গে খেলবেন।