বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপ সুপার লিগের অংশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে রবিবার রাতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে।
তামিম ইকবাল ও তার দল চেমসফোর্ডে তাদের সব ম্যাচ খেলবে।
ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলটি বিদায়ের আগে সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প করে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে উল্লেখ করেছিলেন যে সিলেটের অবস্থা চেমসফোর্ডের মতোই।
আরও পড়ুন: 'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান তাদের ফ্লাইটে দলের সঙ্গে যোগ দেবেন না।
সাকিব বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলায় ব্যস্ত মুস্তাফিজুর। দুই খেলোয়াড়ই আলাদাভাবে দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, রনি তালুকদার, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও হাসান মাহমুদ।