২০১২ সালে টটেনহ্যাম থেকে সান্তিয়াগো বের্নাবেউতে যাওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদের মূল একাদশের অপরিহার্য নাম হয়ে ওঠেন লুকা মদ্রিচ। দেখতে দেখতে এক যুগ পার হয়েছে, কিন্তু লস ব্লাঙ্কোসদের জার্সিতে এখনও পায়ে আলো ছড়িয়ে চলেছেন ক্রোয়েশিয়ার প্রত্যন্ত গ্রামে পাহাড়ের পাদদেশে বেড়ে ওঠা এই ক্ষুদে ফুটবল শিল্পী।
ক্যারিয়ারে ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও সের্হিও রামোসদের মতো সতীর্থদের সঙ্গে খেলেও পায়ের দক্ষতা ও অসাধারণ ফুটবল মস্তিষ্কের কারণে স্বমহিমায় নিজেকে মেলে ধরেছেন এই খেলোয়াড়।
বয়স ৩৯ পার পার হলেও থামার নাম নেই তার। রিয়াল মাদ্রিদের মতো প্রতিযোগিতামূলক স্কোয়াডে এখনও নিয়মিত মুখ তিনি।
অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে শুরুর একাদশে আর নিজেকে সেভাবে ধরে রাখতে পারছেন না এই প্লেমেকার। চলতি মৌসুমে লা লিগার সাত ম্যাচের তিনটিতে ম্যাচ শুরু করলেও সবগুলো ম্যাচেই মাঠে ছিল তার উপস্থিতি। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) রাতে লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচেও মদ্রিচের শুরুর একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে ম্যাচের যেকোনো পর্যায়ে মাঠে নামলেই ইতিহাসের পাতায় উঠে যাবে তার নাম। ৩৯ বছর ৪০ দিন বয়সে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখাবেন তিনি।
আরও পড়নু: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
এখন পর্যন্ত এই রেকর্ডটি রয়েছে রিয়াল মাদ্রিদের হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড ফেরেঙ্ক পুসকাসের দখলে। স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম কাদেনা সেরের তথ্যানুসারে, ৩৯ বছর ৩৬ দিন বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচ খেলেন পুসকাস।
তবে মদ্রিচ যেভাবে এগাচ্ছেন, তাতে পুসকাসকে ছাড়িয়ে আরও অনেকটা উচ্চতায় উঠে থামবেন তিনি। চলতি মৌসুম শুরুর আগে রিয়ালের সঙ্গে নতুন করে আরও এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন মদ্রিচ। ফলে চোটাক্রান্ত না হলে অন্তত চলতি বছরের জুন মাস পর্যন্ত মাঠে নামতে দেখা যাবে তাকে। আর ফর্ম ও শরীর সায় দিলে তা দীর্ঘায়িত হবে আরও।
এই সময়ের মধ্যে গোলের দেখা পেলে আরও একটি বিরল রেকর্ড ভেঙে দেবেন এই ফুটবলার। লস ব্লাঙ্কোসদের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড নতুন করে গড়বেন তিনি।
আরও পড়ুন: বিদায়বেলায় ইনিয়েস্তার প্রশংসায় রিয়াল মাদ্রিদ
এই রেকর্ডটিও রয়েছে পুকসাসের দখলে। ১৯৬৬ সালে ৩৯ বছর ১৫ দিন বয়সে গোল করে রিয়ালের ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়ে আছেন এই কিংবদন্তি।
তবে ক্লাবটির কিংবদন্তি হতে এই রেকর্ড মদ্রিচের ভাঙতেই হবে- এমনটি নয়। ইতোমধ্যে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ, পাঁচটি ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য শিরোপারর স্বাদ পেয়েছেন তিনি। অবসর নেওয়ার আগেই সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে তিনি পেয়ে চলেছেন বিরল সম্মান।