মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খুলনার দেয়া ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১৪৫ রানে অলআউট হয় কুমিল্লা।
কুমিল্লার পক্ষে সাব্বির রহমান ৩৯ বলে ২টি ছক্কা ও ৭টি চারে সর্বোচ্চ ৬২ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। এছাড়া সৌম্য সরকার (২২) এবং ইয়াসির আলী রাব্বী (২৭) মাঝারি মানের ইনিংস উপহার দেন। যা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
খুলনা টাইগার্সের হয়ে ফ্রাইলিংক ৪ ওভারে ১৬ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান। এছাড়া মোহাম্মাদ আমির ১৬ রান এবং শহিদুল ইসলাম ৩৪ রান খরচায় ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় খুলনা। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজ ৭১ রানের জুটি গড়েন।
নাজমুল ৩৮ এবং মিরাজ ৩৯ রান করে ফিরে গেলেও কুমিল্লার বোলারদের ওপর তাণ্ডব চালান রুশো। ৩৬ বলে ৪টি ছয় ও ৬টি চারে ৭১* রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া মুশফিক ১৭ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাদের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে খুলনা।
এই জয়ে ১০ ম্যাচে খুলনার পয়েন্ট গিয়ে দাঁড়াল ১২। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ স্থানে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা কুমিল্লার পয়েন্ট ১০।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস ১১ ম্যাচ খেলে যথাক্রমে ১৬ ও ১৪ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ ম্যাচ খেলা ঢাকা প্লাটুন ১২ পয়েন্ট নিয়ে রান রেটের কারণে রয়েছে তৃতীয় স্থানে। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে রংপুর রেঞ্জার্স।