একজন শুধু বার্সেলোনা ও আর্জেন্টিনার নয়, গোটা ফুটবল ইতিহাসের মতভেদে সর্বকালের সেরা ফুটবলার; অন্যজন তারই পথ ধরে উঠে আসছেন বার্সেলোনার জার্সিতে। তবে বাঁ পায়ে সৌন্দর্য ছড়ানো, ড্রিবলিংসহ ফুটবলের অন্যান্য শৈলীতে দুজনের মধ্যে মিল পাওয়া যায় অনেক। তাই দ্বিতীয়জনকে এরইমধ্যে ফুটবলের আর্জেন্টাইন মায়েস্ত্রা লিওনেল মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন অনেকেই।
তবে মেসির সঙ্গে নিজের তুলনা শুনতে ভালো লাগলেও তার উচ্চতা যে অনন্য পর্যায়ে, তা স্বীকার করে নিজেকে স্বকীয় ফুটবলার হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ প্রতিভা লামিন ইয়ামাল।
জন্মের পর মাত্র ছয় মাস বয়সে লিওনেল মেসির সঙ্গে ফটোশুটে অংশগ্রহণের সুযোগ পান লামিন। এরপর মেসির মতোই লা মাসিয়া ফুটবল অ্যাকাডেমিতে বেড়ে উঠে বার্সেলোনার জার্সিতে পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করেছেন তিনি।
মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র ফুটবলে নাম লেখানোর পর থেকে যেখানেই খেলছেন, একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন গত জুলাইতে ১৭ বছরে পা দেওয়া এই উইঙ্গার।
বার্সেলোনার জার্সিতে অভিষেকের দিন ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ (১৫ বছর ২৯০ দিন) ফুটবলার হিসেবে মাঠে নামেন তিনি। এরপর স্পেন জাতীয় দলের হয়ে মাঠে নেমেই দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলারদের অন্যতম বনে যান তিনি। তার চেয়ে কম বয়সে লা রোহাদের জার্সিতে মাঠে নেমেছেন মাত্র চারজন খেলোয়াড়।
গত বছরের অক্টোবরে গ্রানাদার বিপক্ষে প্রথম জালের দেখা পেয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে (১৬ বছর ৮৭ দিন) গোল করার কীর্তি গড়েন এই তরুণ প্রতিভা। এরপর ২০২৪ সালের ইউরো আসরেও চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দেন বাঁ পায়ের এই প্রতিভাবান ফুটবলার। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়ার পর স্পেনকে রেকর্ড চতুর্থবার ইউরোপসেরার মুকুট পরাতে রাখেন বড় অবদান। একটি গোল ও চারটি অ্যাসিস্টে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতার আগে টুর্নামেন্টটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোল ও অ্যাসিস্টদাতার স্বীকৃতি অর্জন করেন তিনি।
আরও পড়ুন: পেলের রেকর্ড ভেঙে একগাদা রেকর্ডে লামিন ইয়ামাল
বাঁ পায়ের কারুকাজে ফুটবল বিশ্বকে এখন থেকেই মাতানো শুরু করেছেন এই উইঙ্গার। তার খেলা দেখে তাই তরুণ লিওনেলের সঙ্গে অনেক মিল খুঁজে পান ফুটবলপ্রেমীরা। তাই তো এখন থেকেই তাকে মেসির উত্তরসুরী হিসেবে বিবেচনা করা শুরু করেছেন অনেকে।
তবে বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে নিজেকে তুলনায় টানতে নারাজ লামিন।
স্প্যানিশ টিভি চ্যানেল ‘আন্তেনা ত্রাই’কে তিনি বলেন, ‘আমাকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হয়, বিষয়টি মন্দ লাগে না। তবে মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব।’
ছোটবেলায় মেসির সঙ্গে ফটোশুট নিয়ে এসময় সাংবাদিকের প্রশ্নের জবাব তিনি দেন কিছুটা মজার ছলেই-
‘দেখুন, তিনি তার কিছু ক্ষমতা আমাকে দিয়েছেন। তবে আমার নিজের এখনও অনেক কিছু দেওয়ার আছে।’
আরও পড়ুন: বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
কোচ শাভি এরনান্দেসের হাত ধরে পেশাদার ফুটবলে হাতেখড়ি হওয়ার পর থেকে লামিনের পারফরম্যান্স গ্রাফ যে গতিতে উপরে উঠছে, তাতে তিনি যে বড় বড় ফুটবল ক্লাবের নজরে আছেন, সে কথা জানেন তিনি। তবে কখনও বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যেতে চান না এই তরুণ ফরোয়ার্ড।
তিনি বলেন, ‘আশা করি আমাকে কখনোই বার্সেলোনা ছাড়তে হবে না। এখানেই আমি কিংবদন্তি হতে চাই।’