ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর যে চাপ শুরু করল লিভারপুল, শেষ সময় পর্যন্ত তা তা অব্যহত রাখল তারা। অপরদিকে, সুযোগ পেয়ে বারবার আক্রমণে উঠেলেও একবারও সফলতা পেল না বোর্নমাউথ। ফলে দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্নে স্লটের শিষ্যরা।
শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে লিভারপুল।
ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। এর মধ্যে জোড়া গোল করে ম্যাচের আধঘণ্টা পেরোনোর আগেই দলকে এগিয়ে নেন লিভারপুলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াস। এরপর ৩৭তম মিনিটে তৃতীয় গোলটি করেন ক্লাবটির উরুগুয়ে ফরোয়ার্ড দারউইন নুনিয়েস।
আরও পড়ুন: ৫০তম ম্যাচে জ্যাকসনের জোড়া গোল, বড় জয় চেলসির
প্রথমার্ধে স্পষ্ট আধিপত্য বিস্তারের পর দ্বিতীয়ার্ধেও বোর্নমাউথের ওপর চাপ অব্যহত রাখে লিভারপুল। তবে তিন গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টায় মরিয়া হয় বোর্নমাউথও। ফলে দুপাশেই আক্রমণের কারণে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জমে ওঠে ম্যাচ।
ম্যাচের ৭১তম মিনিটে জোড়া সেভে ব্যবধান বাড়াতে দেননি চেলসি থেকে ধারে খেলা বোর্নমাউথ গোলরক্ষক কেপা আরিসাবালাগা। এ সময় ডান পাশ থেকে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে দারুণ এক শট নেন লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, সেই শট বুক দিয়ে ফিরিয়ে দেওয়ার পর গোলমুখে থাকা নুনিয়েসের সামনে গিয়ে পড়ে। এরপর তিনি শট নিলে মুহূর্তের মধ্যে ঝাঁপ দিয়ে সেই শটটিও প্রতিহত করেন কেপা।
৭৮তম মিনিটে বক্সের মধ্যে বাঁ পাশ থেকে ফেদেরিকো কিয়েসার কোনাকুনি শট দূরের পোস্টে লেগে ফিরে আসে।
এরপরও চেষ্টা চালিয়েছিল লিভারপুল, তবে আর সফলতা না পেলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্লটের শিষ্যরা।