হারতে যেন ভুলেই গিয়েছিল বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুজেন। গত মৌসুমে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি মৌসুমেও তাদের সে ধারা অব্যাহত ছিল। তবে শাবি আলোনসোর উড়তে থাকা দলকে অবশেষে মাটিতে নামিয়েছে লাইপসিগ।
বুন্দেসলিগায় শনিবার লেভারকুজেনের বে আরেনায় স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে জয় নিয়ে ফিরেছে লাইপসিগ। এর ফলে লিগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে তারা।
এদিন ম্যাচের ৩৯ মিনিটে জেরেমি ফ্রিম্পংয়ের গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় লেভারকুজেন। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অপর প্রান্তের উইং ব্যাক আলেক্স গ্রিমালদো। তবে প্রথমার্ধে যোগ করা সময়ের শেষ মুহূর্তে কেভিন ক্যাম্পলের নৈপুণ্যে এক গোল পরিশোধ করে বিরতিতে যায় লাইপসিগ।
ফিরে এসে ৫৭তম মিনিটে দলকে সমতায় ফেরান লাইপসিগের লুইস অপেন্দা। এরপর ৮০তম মিনিটে অপেন্দার দ্বিতীয় গোলে ম্যাচের প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার পর লেভারকুজেনকে আর শেষের চমক দেখাতে দেয়নি সফরকারীরা। ফলে হার মানতে হয় শাবির শিষ্যদের।
আরও পড়ুন: ১০ জন নিয়ে খেলেও শিরোপা জিতে মৌসুম শুরু লেভারকুজেনের
এর ফলে বুন্দেসলিগায় ৪৬২ দিন পর হারল চ্যাম্পিয়নরা। গত মৌসুমের অপরাজিত দলটি সর্বশেষ হারে তার আগের মৌসুমের শেষ রাউন্ডের ম্যাচে বোখুমের বিপক্ষে।
তবে এটিই বুন্দেসলিগায় সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ড নয়। লেভারকুজেনের ঠিক উপরে রয়েছে হামবুর্গ। ১৯৮২-৮৩ মৌসুমে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল তারা। তবে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৫৩ ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ডে সবার অনেক উপরে রয়েছে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার কাছে হেরে যায় লেভারকুজেন। তবে লিগে তাদের অজেয় যাত্রা এরপরও অব্যাহত ছিল। অবশেষে সে যাত্রার ইতি টেনে দিল মার্কো রোজের লাইপসিগ।