বিপর্যস্ত ব্যাটিংয়ের পর দুর্বল বোলিংয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে সব উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে বাংলাদেশ।
এই লো স্কোরিং ম্যাচে তানজিদ হাসান তামিমের হাফসেঞ্চুরি ও মুস্তাফিজুর রহমানের তিন উইকেটই বড় ভূমিকা রাখে।
আরও পড়ুন: চতুর্থ টি-টোয়েন্টি: ১০১ থেকে ১৪৩ রানে ১০ উইকেট হারালো টাইগাররা
ওপেনার তামিম (৫২) ও সৌম্য সরকার (৪১) ১০১ রানের জুটির পর ১৪৩ রানের মধ্যে ১০ উইকেট হারায় টাইগাররা।
জিম্বাবুয়ের হয়ে লুক জংউই ৩ উইকেট নিয়েছেন।
মাত্র ৪২ রানে সবকটি উইকেট হারানোর ব্যাটিং লাইন আপে দুই ওপেনারের পর বাকি ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন কেবল তৌহিদ হৃদয় (১২)।
রান তাড়া করতে নেমে জিম্বাবুয়েও জুটি গড়তে ব্যর্থ হয়। সিকান্দার রাজা ও জোনাথন ক্যাম্পবেল লড়তে শুরু করলেও তাসকিনের পেস ও সাকিবের স্পিনে হার মানেন।
ক্যাম্পবেল সর্বোচ্চ ৩১ রান করেন। আর রায়ান বার্ল ও ওয়েলিংটন মাসাকাদজা ১৯ রান করে যোগ করেন।
আরও পড়ুন: চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
শেষ ওভারে এসে ম্যাচে ক্লাইমেক্সের দেখা মেলে যখন বল আর রান প্রায় কাছাকাছি। উইকেটও শেষের দিকে। সাকিবের ঠান্ডা মাথার বোলিংয়ে শেষ ওভারে ২ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে খেলার ইতি টানে জিম্বাবুয়ে। কষ্টেসৃষ্টে জয় মেলে বাংলাদেশের।
১২ মে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের যেখানে একদল চাইবে হোয়াইটওয়াশ করতে আর অন্যদল চাইবে তা এড়িয়ে সম্মান রক্ষার জয় পেতে।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি