আবাহনী লিমিটেড ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ উইকেটে হারিয়ে একটি প্রভাবশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
আবাহনীর অবিরাম বোলিং আক্রমণে শেখ জামালের ব্যাটিং লাইন মাত্র ৮৮ রানের মাথায় ভেঙে পড়ে। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচে বল হাতে তারকা হয়ে উঠেন জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। শেখ জামালকে হারাতে তাসকিন আহমেদও ২টি উইকেট নেন।
আরও পড়ুন: বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয় (৩৭) ও মোহাম্মদ নাঈম (৫৩) স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যান। আটটি চার ও দুটি ছক্কায় সাজানো নাঈমের আক্রমণাত্মক ইনিংস আবাহনীর জয় নিশ্চিত করে।
শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিং পারফরম্যান্স তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়।
এই জয়ের মধ্যদিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পাকা করল আবাহনী। ঢাকা লিগের চলতি আসরে একমাত্র দল হিসেবে টানা ১১ ম্যাচ জয়ের কীর্তি গড়েছে তারা।
আরও পড়ুন: আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই: বিসিবি’র জালাল ইউনুস