দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা একাদশ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে রাজধানীর তিনটি ভেন্যু ও জেলা সদরে শুরু হচ্ছে।
স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে উত্তরার নবাগত আজমপুর ফুটবল ক্লাবের মুখোমুখি হবে, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফোর্টিস ফুটবল ক্লাব লিমিটেডের মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে রহমতগঞ্জ সোসাইটি।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে (শুক্রবার) দুপুর আড়াইটায় সবগুলো ম্যাচ উদ্বোধন করা হবে।
প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলোতে ঢাকা মোহামেডান এসসি লিমিটেড কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেসি লিমিটেডের মুখোমুখি হবে এবং স্বাধীনতা কাপের ফাইনালিস্ট শেখ রাসেল ক্রীড়া চক্র বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হবে, উভয় ম্যাচই আড়াইটায় উদ্বোধন হবে।
দ্বিতীয় রাউন্ডের লিগ ম্যাচগুলো বিজয় দিবসের জন্য ১২ দিনের অবকাশের পরে ২৩ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো ৩০ থেকে ৩১ ডিসেম্বর বড়দিনের পরে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) ঘোষিত ফিক্সচার অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি প্রথম পর্বের লিগ শেষ হওয়ার কথা।