ম্যাচের তৃতীয় মিনিটে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল এসি মিলান। তবে গোলমুখে লিভারপুলের পরাক্রমের সঙ্গে পেরে ওঠেনি তারা; ঘরের মাঠের দর্শকদের সামনে তাই শেষ পর্যন্ত হার মানতে হয়েছে পাওলো ফনসেকার শিষ্যদের।
ইতালির সান সিরো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই লিভারপুলের কাছে ৩-১ গোলে হেরেছে এসি মিলান। এর ফলে দারুণ জয়ে ইউরোপের এলিট প্রতিযোগিতায় লিভারপুল ক্যারিয়ার শুরু করলেন কোচ আর্নে স্লট।
ম্যাচের তৃতীয় মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের গোলে এগিয়ে যায় মিলান। তবে ২৩ ও ৪১তম মিনিটে দুই ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ও ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে ডমিনিক সোবসলাইয়ের গোলের পর জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
বলের দখলে এসি মিলান প্রতিপক্ষকে সমানে সমান টক্কর দিলেও গোলের সুযোগ তৈরিতে স্পষ্ট পার্থক্য গড়ে লিভারপুল। তাদের মোট ২৪টি শটের ১২টি লক্ষ্যে ছিল, অপরদিকে আটটি শট নিয়ে তার মাত্র দুটি লক্ষ্যে রাখতে সমর্থ হয় মিলান।
আরও পড়ুন: নবাগত ইপসউইচকে হারিয়ে লিভারপুলে ‘স্লট অধ্যায়’ শুরু
এদিন ম্যাচের শুরুতেই আক্রমণে ওঠে এসি মিলান, তবে গোলমুখ থেকে বল ক্লিয়ার করেন ভার্জিল ফন ডাইক। তবে এর দুই মিনিট পরই ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা।
তৃতীয় মিনিটে ডান পাশ দিয়ে পাল্টা আক্রমণে উঠে দ্রুতগতিতে এগিয়ে যান মিলানের মার্কিন স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পুলিসিক। আক্রমণে উঠে বক্সের সামান্য বাইরে থেকে দূরের পোস্ট বরাবর জোরালো শট নেন তিনি। শটটিতে এত গতি ছিল যে লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার চেষ্টা করার আগেই মুহূর্তের ব্যবধানে তা জালে জড়িয়ে যায়।