একের পর এক আক্রমণ করেও কোনোভাবেই ডেডলক ভাঙতে পারছিলেন না সাবিনা-শামসুন্নাহার-ঋতুপর্ণারা। এর মাঝে উল্টো গোল হজম করে বসেন তারা। তবে একেবারে শেষ সময়ে শামসুন্নাহারের গোলে কোনোমতে হার এড়িয়েছে বাংলাদেশের মেয়েরা।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রবিবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
নিজেদের ভুলে ম্যাচের ৩২তম মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। প্রতিপক্ষের বাড়ানো লং পাস সফলভাবে ধরে তা গোলরক্ষকের দিকে বাড়ান ডিফেন্ডার শিউলি আজিম, কিন্তু পাসে জোর না থাকায় গোলরক্ষক রূপনা চাকমার কাছে পৌঁছানোর আগেই তা লুফে নেন পাকিস্তানের জাহমিনা সামিন মালিক। এরপর নিখুঁত শটে অনায়াসে ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপাল পৌঁছেছে বাংলাদেশ দল
গোল খাওয়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ, কিন্তু কোনোভাবেই দেখা মিলছিল না কাঙ্ক্ষিত গোলের। এভাবেই শেষ হয়ে যায় ম্যাচের নির্ধারিত সময়। এরপর যোগ করা ৬ মিনিটের শেষের দিকে গোলের দেখা পায় সাবিনারা।
বাঁ দিক থেকে ঋতুপর্ণার পাঠানো ক্রসে হেডারে লক্ষ্যভেদ করেন গোলমুখে থাকা শামসুন্নাহার জুনিয়র। ফলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ থাকলেও তা দীর্ঘায়িত করে কোনোমতে হার এড়ায় বাংলাদেশ।
প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। ড্রয়ের ফলে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ১ করে। আগামী বুধবার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি ড্র করলেও সেমিফাইনাল নিশ্চিত করবে মুকুট ধরে রাখার অভিযানে নামা পিটার বাটলারের দল।