পজেশনাল ফুটবল, ক্ষিপ্র গতি আর আক্রমণের পর আক্রমণ করেও আতলেতিকো মাদ্রিদকে কাবু করতে পারল না লুইস এনরিকের পিএসজি। শুরুতে গোল পেলেও চার মিনিটের ব্যবধানে তা পরিশোধ করার পর শেষ সময়ের নাটকীয়তায় জয় নিয়ে মাঠ ছেড়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
পার্ক দে প্রান্সে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হেরেছে পিএসজি।
ম্যাচের চতুর্দশ মিনিটেই ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরির গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। তবে চার মিনিট পরই নাহুয়েল মলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো।
আরও পড়ুন: রেড স্টারের মাঠে বার্সেলোনার গোল উৎসব
এরপর গোলের চেষ্টায় মরিয়া হয়ে নির্ধারিত নব্বই মিনিট পার করে ফেললেও গোলের দেখা পায় না পিএসজি। দুই দলের পয়েন্ট ভাগাভাগি যখন প্রায় নিশ্চিত, তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ম্যাচের শেষ কিক থেকে আতলেতিকোকে গোল এনে দেন আনহেল কোরেয়া। ফলে ২-১ গোলের অসাধারণ এক জয়ের উল্লাসে মাতে স্প্যানিশ ক্লাবটি।
এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল রোহিব্লাঙ্কোসরা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের ২৩ নম্বরে। আর একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে, অর্থাৎ সরাসরি বাদ পড়ার তালিকায় রয়েছে পিএসজি।
চতুর্থ রাউন্ডের খেলা শেষে সবগুলো ম্যাচ জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় রয়েছে লিভারপুল। এছাড়া তিনটি জয় ও একটি ড্রয়ে ১০ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্পোর্তিং, মোনাকো, ব্রেস্ত ও ইন্টার মিলান।
আরও পড়ুন: দাপট দেখিয়েও ইন্টারের মাঠে হারল আর্সেনাল
দিনের অপর ম্যাচে রেড স্টার বেলগ্রেদের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ। এছাড়া নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইন্টার মিলান এবং বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ, আর চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা।