ভুটান সফরের আগে ‘দুই ম্যাচই জিততে চাই’ বলে কোচ থেকে শুরু করে খেলোয়াড়দের কণ্ঠে প্রত্যয় ঝরলেও সেই লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচটি হেরে দেশে ফিরতে হচ্ছে হাভিয়ের কাবরেরার দলকে।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম প্রীতি ম্যাচটি একই ব্যবধানে জিতেছিল সফরকারীরা।
এদিন দুটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ। প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়া রাকিব হোসেনের জায়গায় আক্রমণভাগে শাহরিয়ার ইমন এবং অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় ইসা ফয়সালকে মাঠে নামান কাবরেরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে ভুটান, তবে রক্ষণে তপু বর্মন ও ইসা সক্রিয় থাকায় গোলরক্ষক মিতুল মারমাকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি ভুটানের আক্রমণভাগ।
আরও পড়ুন: গোলশূন্য ড্র করে ক্যারিয়ারের ইতি টানলেন সুয়ারেস
ছন্দহীন মাঝমাঠ এবং ভোঁতা আক্রমণ নিয়েও এদিন নির্ধারিত ৯০ মিনিট ম্যাচটি গোলশূন্য রাখতে সমর্থ হয় বাংলাদেশ। তবে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটেই দলকে এগিয়ে নেন ভুটানের কিংমা ওয়াংচুক। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি সফরকারীরা।
এর ফলে ২০১৬ সালের পর ভুটানের মাঠে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ। হেড-টু-হেডে ১৬ ম্যাচে এখন বাংলাদেশের জয় ১২টি, ভুটানের ২টি, আর বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।
উল্লেখ্য, আগামী বছরের এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্রয়ে তিন নম্বর প্লটে থাকার লক্ষ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে ভুটান সফরে যায় বাংলাদেশ। সফরকালে দুটি প্রীতি ম্যাচই জিততে চেয়েছিল তারা, কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে সেই লক্ষ্যের শতভাগ পূরণ করা হলো না।