নিজেদের সমর্থক, চেনা ঘাস আর দারুণ প্রতিভাবান খেলোয়াড় নিয়ে চলমান ইউরোয় উড়ন্ত যাত্রা শুরু হয়েছে স্বাগতিক জার্মানির। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে এবারের টুর্নামেন্টের ‘ব্ল্যাক হর্স’ খ্যাত হাঙ্গেরিকে ২-০ ব্যবধানে হারায় তারা। তবে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মাটিতে নামিয়েছে সুইজারল্যান্ড।
ফ্রাঙ্কফুর্টের ডয়চে ব্যাংক পার্কে রবিবার রাতের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।
ম্যাচের ২৮তম মিনিটে উইঙ্গার ডান এনডয়ের গোলে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের প্রায় হারিয়েই দিয়েছিল সুইজারল্যান্ড। তবে শেষের নাটকীয়তায় কোনোমতে এক পয়েন্ট আদায় করে মাঠ ছেড়েছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা।
এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ ষোল নিশ্চিত করেছে জার্মানি। আর তিন ম্যাচে একটি জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে নকআউট পর্বে উঠেছে সুইসরা।
দিনের অন্য ম্যাচেও শেষ মুহূর্তের গোলে স্কটল্যান্ডকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে তিনে রয়েছে হাঙ্গেরি। চারটি গ্রুপের তৃতীয় দল থেকে সেরা দলটির পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকায় কার্যত এখনও টুর্নামেন্টে টিকে রয়েছে তারা। তবে তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নিতে হয়েছে স্কটিশদের।