বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে আফগানদের ৩৪ রানে হারায় লঙ্কানরা।
এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে লজ্জাজনকভাবে হেরেছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ’৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নরা।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৩৬.৫ ওভারে ২০১ রানে অলআউট হয় দিমুথ করুণারত্নের দল। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন কুশল পেরেরা। অন্যদিকে ৩০ রানের ৪ উইকেট নেন আফগান বোলার মোহাম্মদ নবী।
বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে নুয়ান প্রদীপ ও মালিঙ্গার বোলিং তোপের মুখে পড়েন আফগান ব্যাটসম্যানরা। ৩২.৪ ওভারে ১৫২ রানে সবকটি উইকেট হারায় গুলবদিন নাইবের দল। প্রদীপ ৩১ রানে চার উইকেট ও মালিঙ্গা শিকার করেন ৩৯ রানে তিন উইকেট।
.jpg)
ক্যারিয়ার সেরা বোলিং করার পর ম্যাচসেরার পুরস্কারও যায় প্রদীপের ঝুলিতে।
আগামী ৭ জুন ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। অন্যদিকে ৮ জুন টন্টনে আফগানিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।