কিলিয়ান এমবাপেকে দলে টানার পরও চলতি মৌসুমে নড়বড়ে অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। মাঠের খেলায় দলটির খেলোয়াড়দের সমন্বয়ের অভাব স্পষ্টভাবেই চোখে পড়ে। এর ফলস্বরূপ নিজেদের মাঠে সবশেষ দুই ম্যাচে বিধ্বস্ত হয়েছে তারা। এমন সময়ে দাঁড়িয়ে সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার লা লিগার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। সেখানে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
বার্সেলোনা ও এসি মিলানের কাছে বড় হারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমাদের সবার জন্যই কঠিন সময়। তবে পরিস্থিতির বিশ্লেষণ করেছি আমরা। মনে হচ্ছে, এ থেকে উত্তোরণের সমাধানও খুঁজে পেয়েছি, তবে মাঠের খেলায় তা করে দেখাতে হবে। আর ভিন্নভাবে খেলে তা-ই দেখানোর আশা করছি।’
আরও পড়ুন: হেরে বার্সেলোনার রেকর্ড ভাঙার স্বপ্ন ধূলিসাৎ রিয়ালের
পরিস্থিতির পরিবর্তনে শিষ্যদের কাছ থেকে আরও নিবেদন চান আনচেলত্তি।
‘আমাদের আরও শক্তভাবে ঐক্যবদ্ধ হতে হবে; আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে এবং ঠিকঠাক পাস দিতে মনোযোগ বাড়াতে হবে।’