বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটের ‘স্টিকার পার্টনার’ হলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। এই পার্টনারশিপের অংশ হিসেবে বিভিন্ন ক্রিকেট ম্যাচের সময় সাকিবের দেখা যাবে ব্যাটে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মটির লোগো।
দুই বছরের জন্য সাকিবের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বঙ্গ যা কার্যকর হচ্ছে ৩ মে থেকে। ফলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেই সাকিবের ব্যাটে দেখা যাবে বঙ্গ’র লোগো।
এ প্রসঙ্গে বঙ্গ’র প্রতিষ্ঠাতা ও সিইও আহাদ মোহাম্মদ ভাই বলেন, ‘এটি আমাদের জন্য একটা গৌরবময় ইভেন্ট। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তার ব্যাটের ‘স্টিকার পার্টনার’ হিসেবে আমরা যুক্ত হতে পেরে আনন্দিত।’
তিনি বলেন, ‘বঙ্গ বরাবরই শ্রেষ্ঠত্ব আর সৃষ্টিশীলতায় বিশ্বাসী। আমরা তাই সবসময় চেষ্টা করি আমাদের সীমানা ভেঙে অভিনব কিছু আনতে যাতে আমরা দর্শকদের স্পেশাল ফিল করাতে পারি। দেশের সেরা খেলোয়াড়ের সাথে এই পার্টনারশিপ আমাদের সেই লক্ষ্যেরই একটি প্রতিফলন।’
এ বিষয়ে সাকিব আল হাসান বলেন, ‘বঙ্গ এই মুহুর্তে দেশের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বিশেষ করে ওদের সাম্প্রতিক বিভিন্ন কন্টেন্টগুলো দেশের বিনোদন জগতের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। আমরা সবাই জানি ক্রিকেট শুধুমাত্র একটি খেলাই নয়, কোটি কোটি মানুষের জন্য এক বিনোদনের মাধ্যমও। তাই বঙ্গ’র মতো বিনোদন প্ল্যাটফর্মের সাথে আমাদের এই বন্ধুত্ব আশা করি এই বিনোদনের সম্পর্ককে আরও দৃঢ় করবে।’
বঙ্গ বাংলাদেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ১৫ হাজারেরও বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ডাবিংকৃত কন্টেন্ট, নাটক, টিভি শো, সিরিজসহ বিশাল তাদের লাইব্রেরি। সম্প্রতি এ প্ল্যাটফর্মটি প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত বিজনেস রিয়ালিটি শো ‘শার্ক ট্যাংক’-এর বাংলাদেশি সংষ্করণ তাদের প্লাটফর্মে সম্প্রচার শুরু করেছে।
সাকিব আল হাসানকে নিয়ে তাদের আরও কিছু আকর্ষনীয় খবর আসতে চলেছে বলে বঙ্গ’র পক্ষ থেকে জানানো হয়েছে।