২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে আগেই নির্ধারিত হয়েছিল ইতালির বিখ্যাত সান সিরো স্টেডিয়াম। তবে ওই মৌসুমের ফাইনাল ম্যাচ ভেন্যুটি থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে উয়েফা।
চলতি বছরের মে মাসে ২০২৫-২৬ সালের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস আরেনার নাম ঘোষণা করে উয়েফা। একই সময়ে সান সিরোকে ২০২৬-২৭ মৌসুমের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণের কথা জানায় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
মূলত, এসি মিলান ও ইন্টার মিলানের এই ঘরের মাঠটির জন্য সংস্কার কাজের উদ্যোগ নেওয়ায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
সংস্কার পরিকল্পনা হাতে নিলেও ২০২৭ ফাইনালের আগে স্টেডিয়ামটি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তা থেকেই বিকল্প ভেন্যুর দিকে নজর গেছে উয়েফার।
আগামী বছরের মে/জুন মাসে নতুন ভেন্যুর নাম প্রকাশ করা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
প্রসঙ্গত, সর্বশেষ সান সিরোয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সেবার টাইব্রেকারে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টটির সফলতম দল রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, ৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটে শুরু হওয়া ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়ান্স আরেনায়। ২০২৫ সালের ৩১ মে অনুষ্ঠিত হবে চলতি মৌসুমের ফাইনাল।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ ড্র: আবারও বায়ার্নের সামনে বার্সা, লিভারপুলকে পেল রিয়াল