গত কয়েক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের সিদ্ধান্ত নিয়ে তুমূল বিতর্কের পর আসন্ন মৌসুমের জন্য নতুন এবং মজার এক নিয়ম চালু করতে চলেছে প্রিমিয়ার লিগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লিগের প্রতিটি ম্যাচে ভিএআরের নেওয়া সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা দেবে প্রিমিয়ার লিগ। এ উপলক্ষে সোশ্যাল অ্যাকাউন্টও খুলছে তারা।
ম্যাচ চলাকালেই এসব কারণ ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষের আশা, এর মাধ্যমে ভিএআর নিয়ে দর্শকদের হতাশা অনেকাংশে কমানো সম্ভব হবে।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে ইপিএল জানায়, ম্যাচ চলাকালে মাঠে যেহেতু ভিএআর কক্ষ থেকে সরাসরি অডিও সম্প্রচারের অনুমতি নেই, তাই সামজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনাবলির রিলে দেখতে পারবে দর্শক।
‘এ বিষয়ে এক্সে খোলা অ্যাকাউন্ট @PLMatchCentre এর মাধ্যমে রেফারির সিদ্ধান্তের পাশাপাশি খেলায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে ভিএআর হাব ও রেফারি বিশেষজ্ঞদের মতামতও প্রকাশ করা হবে।’
গত মৌসুমে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার পর আসন্ন মৌসুমে এই প্রযুক্তি রাখা হবে কি না, তা নিয়ে ক্লাবগুলোর মধ্যে ভোটাভুটি হয়। এরপর অবশ্য প্রযুক্তির এই যুগে ভিএআর একেবারে বাদ দিতে চাননি ক্লাবগুলোর কর্তৃপক্ষ। তবে আরও নির্ভুল ও সমালোচনা এড়াতে এই প্রযুক্তির সংস্কারের পক্ষে মত দেয় ক্লাবগুলো।
আরও পড়ুন: বিতর্কিত পেনাল্টির যে ব্যাখ্যা দিলেন ভিএআর বিশেষজ্ঞ