প্রথম ম্যাচ দশ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচটি ছয় উইকেটে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাট-বল উভয় বিভাগেই অসাধারণ পারফর্ম করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই পুরস্কারের অর্থ তিনি উৎসর্গ করেছেন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে।
কোটাবিরোধী আন্দোলনের মাঝেই পাকিস্তান সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। এরপর সরকার পতন ও দেশ সংস্কারের আন্দোলনে রূপ নেয় তা। আন্দোলন চলাকালে রক্তাক্ত হয়েছে গোটা দেশ। তাতে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও। এসব ঘটনার প্রভাব পড়ে ক্রিকেট বাংলাদেশের ওপরও।
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া প্রথম ম্যাচ জিতে সেই জয় দেশের আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছিলেন মিরাজ। এবার সিরিজসেরার পুরস্কারের ব্যক্তিগত অর্জনও বিলিয়ে দিলেন আন্দোলনে নিহতদের উদ্দেশেই।
আরও পড়ুন: অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না অধিনায়ক শান্ত
পুরস্কার বিতরণী মঞ্চে আনুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব শেষে সময় চেয়ে নিলেন মিরাজ। এরপর কণ্ঠ ধরে আসলেও নিজেকে সামলে নিয়ে তিনি বলে উঠলেন, সিরিজসেরার স্বীকৃতি ও অর্থ তিনি উৎসর্গ করছেন দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশাচালককে।
মিরাজ বলেন, ‘এই প্রথম বিদেশ সফরে আমি প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার জিতেছি। আপনারা জানেন যে, আমাদের দেশে গত কিছুদিন ধরে সমস্যা চলছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে।’
‘আমি এই ম্যান অব দ্য সিরিজ পুরস্কারটি উৎসর্গ করতে চাই সেই ব্যক্তিদের যারা বৈষম্যবিরোধী প্রতিবাদের সময় মারা গেছেন। সেখানে একজন রিকশাচালক আহত হন এবং পরে মারা যান। আমি তার পরিবারকে এই পুরস্কার উৎসর্গ করছি।’
সিরিজসেরা হওয়ায় স্মারক ট্রফির পাশাপাশি ৫ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে তাকে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকার মতো।
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজে ব্যাট হাতে দুটি ইনিংস খেলে ১৫৫ রান এবং বল হাতে মোট ১০টি উইকেট পেয়েছেন মিরাজ। এর মধ্যে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রান করে মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের ঐতিহাসিক জুটি গড়ার পথে দলের জয়ের ভিত্তি তৈরি করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪ উইকেট নিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের অন্যতম নায়ক ছিলেন মিরাজ।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট নেওয়ার পর বাংলাদেশ যখন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত, তখন লিটন দাসের সঙ্গে ফের ৭৭ রানের আরেকটি ইনিংস খেলে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।