বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশোধিত সূচি অনুযায়ী এবার চট্টগ্রামে কোনো ম্যাচ রাখা হয়নি। চট্টগ্রামের পরিবর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ।
বিসিবি জানিয়েছে, ১ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে লিগ পর্বের আরও ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ঢাকার পর্ব, যা ফাইনাল পর্যন্ত চলবে।
নতুন সূচিতে এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারী হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ।। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৩ জানুয়ারিতে হবে। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
সিলেট ম্যাচের সূচি
নতুন সূচি অনুযায়ী, আজ ১ জানুয়ারি থেকেই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। দুপুরে সিলেট টাইটান্সের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। পরদিন ২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় সিলেট টাইটান্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
৪ জানুয়ারি সিলেট টাইটান্স–চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সের ম্যাচ রয়েছে। ৫ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে, সন্ধ্যায় রংপুরের মুখোমুখি চট্টগ্রাম। ৭ ও ৮ জানুয়ারি ঢাকার বিপক্ষে নোয়াখালী, সিলেট ও রাজশাহীর গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।
৯ জানুয়ারি রাজশাহী–চট্টগ্রাম ও রংপুর–নোয়াখালী, ১১ জানুয়ারি রাজশাহী–রংপুর এবং নোয়াখালী–ঢাকা, আর ১২ জানুয়ারী সিলেট–রংপুর ও রাজশাহী–ঢাকা ম্যাচ দিয়ে শেষ হবে সিলেট পর্ব।
ঢাকার ম্যাচসূচি
১৫ জানুয়ারি ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের শেষ পর্ব। ওই দিন চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটান্সের ম্যাচ রয়েছে। ১৬ ও ১৭ জানুয়ারি লিগ পর্বের শেষ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।
১৯ জানুয়ারি সন্ধ্যায় হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ।