মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে 'বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট' শুরু হচ্ছে।
রবিবার (২৬ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত চতুর্থ আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার --- তিন মহাদেশের ১২টি দেশ অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
শনিবার (২৫ মে) বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে অংশগ্রহণকারী ১২টি দেশের অধিনায়কদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
এদিন ম্যানেজার সভায় টুর্নামেন্টের গ্রুপিং ও খেলার সময়সূচিও চূড়ান্ত করা হয়।
উদ্বোধনী দিনের ৪টি ম্যাচের একটিতে গত তিনবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বিশ্বকাপের শেষ দুইবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া।
উদ্বোধনী দিনের প্রথম দিনের প্রথম ম্যাচে সন্ধ্যা ৫টায় নেপাল ও সন্ধ্যা ৬টায় ইরাক ও সন্ধ্যা ৭টায় থাইল্যান্ড উগান্ডার মুখোমুখি হবে।
আরও পড়ুন: বাংলাদেশে কবে কাবাডি লিগ টুর্নামেন্ট হবে!
এরই মধ্যে সব দল ঢাকায় এসে পৌঁছেছে।
প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।
যে গ্রুপে যে দলগুলো-
'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
'বি' গ্রুপে রয়েছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান।
১ জুন গ্রুপের খেলা শেষ হলে দুই গ্রুপের শীর্ষ দুই দল ২ জুন সেমিফাইনাল খেলবে। ৩ জুন ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
আরও পড়ুন: এশিয়ান গেমস কাবাডি: থাইল্যান্ডের বিপক্ষে সান্ত্বনার জয় বাংলাদেশের