দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার সকালে ৫ম খারাপ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল ৮টা ২৫ মিনিটে জনবহুল এই শহরের স্কোর ছিল ১৪৩। যা বাতাসের মানকে ‘সংবেদনশীল গ্রুপের জন্য অস্বাস্থ্যকর’ নির্দেশ করে।
জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।
বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।