ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, ঈদুল আজহার তিন দিনে সোমবার দুপুর পর্যন্ত মোট ৩১ হাজার ২২৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
সোমবার (৯ জুন) রাজধানীর ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহজাহান মিয়া বলেন, ‘কোরবানির দিন ১২ ঘন্টার মধ্যে প্রথম পর্যায়ের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। পরের দুই দিনের সব বর্জ্যও অপসারণ করেছে ডিএসসিসি।’
ঢাকায় কোরবানির দিন বাদেও বাকি দুই দিনে উল্লেখযোগ্য পরিমাণ পশু কোরবানি হয়েছে উল্লেখ করে শাহজাহান বলেন, ‘দ্বিতীয় দিনে ঢাকায় ৩২ হাজার এবং তৃতীয় দিনে ১৬ হাজার পশু কোরবানি হয়েছে। ধাপে ধাপে এসব বর্জ্যও অপসারণ করা হয়েছে।’
ঢাকা দক্ষিণের পক্ষ থেকে এবার বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ১০ হাজার এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২ হাজারের বেশি, সব মিলিয়ে ১২ হাজার ৮৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত ছিল। গতবারের তুলনায় এবার কোরবানিতে বর্জ্যের পরিমাণ বেশি হয়েছে। গতবার মোট ২২ হাজার টনের মতো বর্জ্য অপসারণ হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
এবার বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ চলছে। ঈদের দিন থেকে বর্জ্য সংক্রান্ত ২১টি অভিযোগ এসেছে দক্ষিণ সিটি করপোরেশনে। অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শাহজাহান মিয়া।
তিনি বলেন, ‘সকালে যদিও দক্ষিণের অনেক এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। তবে নতুন বর্জ্য তাৎক্ষণিকভাবে সরানো হয়েছে। এখন আর ঢাকা দক্ষিণে যত্রতত্র বর্জ্য পড়ে আছে এমন দৃশ্য কেউ দেখবে না। আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে।’
ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা প্রসঙ্গে শাহজাহান বলেন, কয়েকদিন আগে ঢাকায় বৃষ্টি হওয়ায় কয়েকটি জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা দূর করতে এসব জায়গা নিয়ে কাজ করছে ডিএসসিসি।