ঢাকার কেরাণীগঞ্জে বায়ু দূষণের অভিযোগে চারটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা কার্যালয়ের যৌথ ভ্রাম্যমাণ আদালত ৬৪ লাখ টাকা জরিমানা করাসহ চারটি ইটভাটা বন্ধ করে দেয়।
এগুলো হলো- দক্ষিণ কেরাণীগঞ্জের ব্রাহ্মণগাঁওয়ে নূর ব্রিকস, দেলোয়ার ট্রেডার্স ও ভাই ভাই ব্রিকস এবং দক্ষিণ কেরাণীগঞ্জের জাজিরায় মৌসুমি ইট প্রস্তুতকারক।
আরও পড়ুন: সোমবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত ঢাকার বাতাস
এর মধ্যে নূর ব্রিকসের চিমনি সম্পূর্ণভাবে ভেঙে ফেলে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অপর তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ ও প্রত্যেকটিকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: বায়ুদূষণ রোধে বেস্ট প্রকল্পকে সফল করতে পরিবেশমন্ত্রীর নির্দেশ