শীতের আসার সঙ্গে সঙ্গে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বায়ুর গুণমান সূচক (একিউআই) স্কোর ১৬১। সে অনুযায়ী বিশ্বের সবচেয়ে খারাপ বায়ু মানের শহরের তালিকায় ঢাকা ষষ্ঠ স্থানে রয়েছে।
ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও ভারতের কলকাতা যথাক্রমে ২৬১, ২৪৬ এবং ২০৪ একিউআই স্কোর নিয়ে তালিকায় প্রথম তিনটি স্থান দখল করেছে।
জানা যায়, একিউআই স্কোর ১০১ ও ২০০-এর মধ্যে থাকলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান এখনও 'অস্বাস্থ্যকর'
আর একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খারাপ’ বলা হয় এবং একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তাকে মানুষের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে দূষণকারী পার্টিকুলেট ম্যাটার (পিএম ১০ ও পিএম.৫), এনও২,সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
বায়ু দূষণ ক্রমাগতভাবে বিশ্বব্যাপী মৃত্যু ও অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে স্থান করে নিয়েছে।
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, দূষিত বায়ু শ্বাস নেয়ার ফলে একজন ব্যক্তির হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক সাত মিলিয়ন মানুষ মারা যায়।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান এখনও ‘অস্বাস্থ্যকর'
'অত্যন্ত অস্বাস্থ্যকর' বাতাস নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ২য়