বৃহস্পতিবার
গাজীপুরে শিক্ষাসফরের বাসে আগুন, আহত ১০
গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষাসফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাস থেকে নামার সময় আহত হয় অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
এ সময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাস থেকে লাফিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু, আহত বাবা
গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকার ড্রিম হলিডে পার্কে শিক্ষাসফর থেকে ফেরার পথে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছে উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখা যায়।
তিনি আরও বলেন, মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়ে গেছে ২ হাজার ঘর
সিলেট-জকিগঞ্জ রুটে বৃহস্পতিবার থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ডাক
বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে (৯ মার্চ) বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
রবিবার (৫ মার্চ) রাতে নগরীর কদমতলীস্থ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেন উপস্থিত পরিবহন মালিক শ্রমিক নেতারা।
সভায় নেতারা বলেন, সিলেট-জকিগঞ্জ রুটে হঠাৎ বিশৃঙ্খলভাবে বিআরটিসি বাস চালু, প্রতিদিন চারটির বেশি বাস চলাচল না করা, প্রত্যেকটি বাস আসা যাওয়া বাবদ একটি করে মোট চারটি ট্রিপ দেয়ার জন্য আমরা প্রথমে ১১ জানুয়ারি এবং পরবর্তীতে ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু কোন ফলাফল আসেনি। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা ৩০ জানুয়ারি থেকে সিলেট-জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেই। প্রশাসনের আশ্বাসে আমরা সেই কর্মসূচি স্থগিত করি। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দাবি মানা হয়নি।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সকল হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি
প্রশাসনের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী বুধবারের মধ্যে (৮ মার্চ) আমাদের দাবি মেনে নেয়া না হলে বৃহস্পতিবার (৯মার্চ) ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।
এই সময়ে এই রুটে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এতেও সমাধান না হলে প্রথমে সিলেট জেলা এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবির পলাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি সামছুল উদ্দিন বাবুধন, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি রাজন মিয়া প্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন রোড শাখা কমিটির মালিক-শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল
লক্ষ্মীপুরে শিশুকে হত্যা করলেন বাবা!
লক্ষ্মীপুরের কমলনগরে কন্যা শিশুকে হত্যা করলেন বাবা। তবে স্থানীয়রা বলছেন যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজী মার্কেট সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
শিশু রুবেনা রহিম মিঝির মেয়ে। তিনি চর কালকিনি ইউনিয়নের ওয়ার্ডের শাহাব উদ্দিন মিঝির ছেলে।
জানা গেছে, ঘটনার পর স্থানীয় লোকজন বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে খবর দেয়। অন্যদিকে শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: দিনাজপুরে অপহরণের পর শিশুকে হত্যা, আটক ১
স্থানীয় মো. রাশেদ বিল্লাহ জানান, রাত ৮টার দিকে ওই বাবা তার এক বছর বয়সী শিশুটিকে রাস্তায় এনে আছাড় দেয়। এতে শিশুর চিকৎকার স্থানীয়দের কানে গেলে অনেকে আশপাশ থেকে ছুটে আসলে বাবা দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের একটি গাছে ওঠে যায়। পরে লোকজন পুলিশে খবর দেয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে বাবাকে আটক করে নিয়ে আসে।
ওসি আরও জানান, স্থানীয়রা রহিম মিঝিকে অপ্রকৃতস্থ বলে জানিয়েছে। তবে চিকিৎসকদের প্রতিবেদন অনুসারে তা নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে সন্তান হত্যার দায়ে বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে শিশুকে হত্যার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে
সিলেটে হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট নগরের এক হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল নারী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।
নিহত শর্মী রানী নাথ (২০) জালালপুর ইউনিয়নের শতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি টিলাগড় এলাকার ওই নারী হোস্টেলের ২য় তলায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন।
আরও পড়ুন: নন্দীগ্রামে স্কুলছাত্রীল ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে হোস্টেল থেকে খবর দেয়া হয়- শর্মীর লাশ নিজ কক্ষের সিলিংয়ের সঙ্গে ঝুলে আছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৮ লাখ ছাড়িয়েছে
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ১ লাখ ৮৪ হাজার ৪৭৯ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ১ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৯৯২ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ৪৬ হাজার ১৪২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৬১১ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৭২ জনে।
আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৬ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৮৮ জন।
আরও পড়ুন: দেশে ১১ জনের করোনা শনাক্ত
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৮ লাখ ছুঁইছুঁই
চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু আজ
চট্টগ্রামে শুরু হচ্ছে ৩০তম মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ (১৬ ফেব্রুয়ারি) নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ মেলার উদ্বোধন করবেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতি বছরের মতো এবারও মেলায় ভারত, থাইল্যান্ড, ইরানসহ বিভিন্ন দেশ তাদের পণ্য প্রদর্শন করবে।
আরও পড়ুন: চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা
মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি স্বর্ণের স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকবে। মেলায় তিনটি পৃথক জোনে ৪০০টি স্টলে ৩০০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে।
মেলা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে তিন শিফটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।
এছাড়া বাণিজ্য মেলায় ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি উন্মুক্ত প্লাজা রয়েছে।
মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের ২০ টাকা দিতে হবে। তবে প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
আরও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ এর উদ্বোধন প্রধানমন্ত্রীর
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়: একিউআই
বিশ্বের দূষিত শহরের তালিকায় বৃহস্পতিবার ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২২০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।
পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ২৪৫ ও ১৯০ একিউআই স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে 'বিপজ্জনক' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।
আরও পড়ুন: বিশ্বের দূষিত শহরের তালিকায় বুধবার সকালে ঢাকা তৃতীয়
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
আরও পড়ুন: ৭ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর
বরিশালে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় গাছের সঙ্গে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধারালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাহান আরা বেগম (৫৫) একই উপজেলার পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার ডুবি গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন।
আরও পড়ুন: খুলনায় বিদ্যালয়ের কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি জানান, সকালে খবর পেয়ে ধারালিয়া গ্রামে এক বাড়ির পুকুর পাড়ের আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। প্রথমে লাশটির পরিচয় না পাওয়া গেলেও পরে জানা যায় তার বাড়ি স্বরূপকাঠি এলাকায়।
তিনি আরও জানান, মৃত জাহান আরা বেগমের স্বজনদের দাবি দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। সে কারণেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন। মৃতের স্বজনরা এখানে এসেছে, তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার বাতাসের মান বৃহস্পতিবার সকালেও 'অস্বাস্থ্যকর'
ঢাকার বাতাসের মান বৃহস্পতিবার সকালে 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। সকাল ৯টা ৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৫ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এদিকে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ভারতের মুম্বাই, পাকিস্তানের লাহোর ও থাইল্যান্ডের ব্যাংকক যথাক্রমে একিউআই স্কোর ২০৭, ২০২ ও ১৯৮ নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
আরও পড়ুন: সারাদেশে তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমতে পারে: আবহাওয়া অফিস
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান বুধবার সকালে 'অস্বাস্থ্যকর'
বিশ্বে সবচেয়ে দূষিত বাতাস ঢাকার
প্রথম সপ্তাহে ‘স্পেয়ার’ ৩২ লাখ কপি বিক্রি
প্রকাশের মাত্র এক সপ্তাহের মধ্যে প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’ বিশ্বব্যাপী ৩২ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। আশা করা হচ্ছে সর্বকালের সর্বাধিক বিক্রিত স্মৃতিকথাগুলোর মধ্যে স্থান পাবে এটি।
বৃহস্পতিবার স্পেয়ারের প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউস জানিয়েছে, প্রিন্স হ্যারির স্মৃতিকথাটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই ১৬ লাখ কপি বিক্রি হয়েছে।
এটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ‘আ প্রমিজড ল্যান্ড’ এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ‘বিকিং’ এর মতো ব্লকবাস্টারগুলোর প্রথম সপ্তাহের বিক্রির সঙ্গে তুলনা করা হচ্ছে।
ব্রিটিশ প্রকাশনা সংস্থাটি জানান, গত সপ্তাহে প্রথম দিনেই যুক্তরাজ্যে প্রিন্স হ্যারির বই স্পেয়ারের বিক্রি সংখ্যা চার লাখ। হার্ডব্যাক,ই-বুক ও অডিওসহ আরও অসংখ্য বই বিক্রি হয়েছে।
আরও পড়ুন: ‘একাকীত্ব' মোকাবিলায় রাজা চার্লস নিজের সঙ্গে একটি টেডি বিয়ার রাখেন: হ্যারি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার জন্য স্পেয়ারের প্রিন্ট, অডিও ও ডিজিটাল সংস্করণগুলো প্রকাশিত হয়। তা ছাড়া অন্য ১৫টি ভাষায় বইটির সংস্করণ বের হয়েছে। আরও ১০টি ভাষায় স্পেয়ারের সংস্করণ প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
নন-ফিকশন বইয়ের তালিকায় প্রিন্স হ্যারির স্মৃতিকথা স্পেয়ার রেকর্ড করতে পারে।
তবে,এ তালিকায় এগিয়ে আছে হ্যারি পটার সিরিজের বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’। যা ২০০৭ সালে প্রথম ২৪ ঘন্টার মধ্যে ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল।
ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি আমেরিকান ঔপন্যাসিক জে আর মোহরিঙ্গারের সঙ্গে তার বইটি প্রকাশ করেছেন।
মোহরিঙ্গার আন্দ্রে আগাসির প্রশংসিত ‘ওপেন’ রচনায় সহায়তা করেছিলেন এবং ‘দ্য টেন্ডার বার’ এর লেখক।
আরও পড়ুন: করোন মুক্ত হলেন কমলা হ্যারিস
ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস কমলা হ্যারিসের