বৃহস্পতিবার
দেশে আরও ১ জনের করোনা শনাক্ত
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময় নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৪৭৩ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে আরও ৩ জনের করোনা শনাক্ত
শুক্রবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৫ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ জন। এ নিয়ে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ১৬৪ জনে।
আরও পড়ুন: দেশে আরও ২ জনের করোনা শনাক্ত
২ সপ্তাহ আগে
বৃহস্পতিবার শপথ নেবেন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার: সেনাপ্রধান
বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুপুর ২টা ১০ মিনিটে দেশে পৌঁছাবেন।
তিনি বলেন, ‘আমি তাকে অভ্যর্থনা জানাতে সেখানে যাব। সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান আমরা সবাই তাকে সহযোগিতা করব। তিনি রাজনৈতিক দল ও ছাত্র ফোরামসহ সবার সহযোগিতা পাবেন। তিনি তার সব দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আমার বিশ্বাস।’
সংবাদ সম্মেলনে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা হবে ১৫ জন। এ সংখ্যা দুয়েকজন বাড়তে পারে বলে জানান তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশে অনেক গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘আমি জনগণকে অনুরোধ করব তারা যেন এসব গুজবে কান না দেন।’
পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘পুলিশের মনোবল আবার ফিরে আসবে এবং তারা পেশাদার বাহিনী হিসেবে কাজ করবে।’
তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সব সময় জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব।
ক্ষমতার পালাবদলের পর সম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কিছু ঘটনা ঘটেছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
তিনি বলেন, 'পুলিশ নেই, তাই তারা ডিউটিতে নেই। এর কারণে যে শূন্যতা তৈরি হয়েছে তা সেনাবাহিনীর দ্বারা পূরণ করা যাবে না। সর্বোপরি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা হাজার হাজার মানুষকে উদ্ধার করেছি।’
তিনি উল্লেখ করেন, গত এক-দুই দিনে ঘটে যাওয়া ঘটনার কারণে তিনি দুঃখিত ও বিব্রত।
আরও পড়ুন: দেশে ফেরার আগে দেশবাসীর প্রতি ড. ইউনূসের আহ্বান
তিনি বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু কিছু ঘটনা ঘটেছে, সহজভাবে বললে আমাদের যথেষ্ট শক্তি ছিল না।’
পুনর্গঠনের পর পুলিশ বাহিনী দায়িত্ব পালন শুরু করলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, 'আমরা এই শূন্যতা পূরণ করতে সক্ষম হব।’
তিনি আরও বলেন, এসব ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, রাজনীতিবিদরা তাকে সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে অনুরোধ করেছেন।
তিনি বলেন ‘রাজনীতিবিদরা আমাকে বলেছেন, আপনি দায়িত্ব নিন। এটা নেওয়ার কেউ নেই। কাউকে না কাউকে নিতে হবে। যদি কোনো ব্যর্থতা থেকে থাকে আমি সেই দায় নেব। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’
দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে কাল
৩ মাস আগে
বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাসের মান 'মাঝারি'
ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৮টা ৫২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দেখা যায়, একিউআই স্কোর ৫৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ৬৫তম অবস্থানে।
একিউআই স্কোর যথাক্রমে ১৭৯, ১৭৩ ও ১৬৫ নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও মিসরের কায়রো সিটি।
সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর'
২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
আরও পড়ুন: মঙ্গলবার সকালে ঢাকার বাতাসের মান 'মাঝারি'
৩ মাস আগে
বৃহস্পতিবার সারা দেশে 'রিমেমবারিং আওয়ার হিরোজ' ক্যাম্পেইন করবে কোটা আন্দোলনকারীরা
বৃহস্পতিবার সারা দেশে ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ শিরোনামে একটি ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (৩১ জুলাই) আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যা, ব্যাপক গ্রেপ্তার, হামলা, গুমের ঘটনা ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘের অধীনে তদন্ত করে শিক্ষার্থীদের ৯ দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার তদন্ত করবে 'জাতীয় গণতদন্ত কমিশন'
সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্যাম্পেইনের জন্য বিভিন্ন কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- নিপীড়নের দিন-রাতের স্মৃতিচারণ, শহীদ ও আহতদের প্রতি পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্যাতনের ঘটনাগুলোর চিত্রিত শিল্প ও গ্রাফিতি, ব্যানার, পোস্টার এবং ডিজিটাল প্রতিকৃতি তৈরি করা।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, সর্বস্তরের পেশাজীবীসহ সবাইকে এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরও পড়ুন:বুধবার 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করবে কোটা আন্দোলনকারীরা
৩ মাস আগে
বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে কমিউটার ট্রেন
বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে স্বল্প দূরত্বে কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা।
বুধবার (২৪ জুলাই) এই তথ্য জানান রেলের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুজ্জামান।
তিনি ইউএনবিকে বলেন, ‘আগামীকাল থেকে স্বল্প দূরত্বের রুটে একটি বা দুটি কমিউটার ট্রেন চলাচল করবে। বর্তমানে পরিস্থিতির উন্নতি হলেও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করতে সময় লাগবে।’
আরও পড়ুন: চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, ৩ জন গ্রেপ্তার
তিনি আরও বলেন, এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। তবে নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার কারণে ট্রেন পরিষেবা দেরি হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ও ঈশ্বরদী রুটে কমিউটার ট্রেন চলাচল করবে এবং কর্তৃপক্ষ ঢাকা-জয়দেবপুর রুটে কমিউটার ট্রেন চালুর সর্বোচ্চ চেষ্টা করবে।
বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট জেলা থেকে চলাচল করবে বলেও জানান অতিরিক্ত মহাপরিচালক।
তিনি আরও বলেন, সোমবার থেকে পণ্যবাহী ট্রেন বা তেলবাহী ট্রেন চলাচল করছে।
আরও পড়ুন: কোটাবিরোধী আন্দোলন: সংঘর্ষ এড়াতে চবির শাটল ট্রেন বন্ধ
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
৩ মাস আগে
বৃহস্পতিবার অর্ধদিবস 'বাংলা ব্লকেড' পালন করবে কোটা আন্দোলনকারীরা
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী 'বাংলা ব্লকেড' ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড় থেকে এ ঘোষণা দেন আন্দোলনের সামনের সারিতে থাকা আসিফ মাহমুদ।
এর আগে বিকাল ৫টা ২০ মিনিটে শিক্ষার্থীরা মূল সড়ক থেকে অবরোধ তুলে শাহবাগ মোড়ের দিকে মূল সমাবেশে যোগ দেয়।আরও পড়ুন: কোটা সংস্কার: 'বাংলা ব্লকেড' কর্মসূচির কারণে মেট্রোরেলে যাত্রীর চাপ
কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, 'আমাদের দাবি সরকারের কাছে, হাইকোর্টের কাছে নয়। আমরা উচ্চ আদালতের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে চাই না বা ভোগ করতে চাই না। সরকার বা নির্বাহী বিভাগ সরাসরি আমাদের আশ্বাস দিলে আমরা সড়ক ত্যাগ করব। আমাদের রাস্তায় থাকার কথা নয়। এটা আমাদের জায়গা নয়। আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট না করে শিগগিরই পড়াশোনায় ফিরতে চাই।’
আরও পড়ুন: বাংলা ব্লকেড: ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
৪ মাস আগে
ঘূর্ণিঝড় রিমাল: ক্ষয়ক্ষতির হিসাব প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর বৃহস্পতিবার
ঘূর্ণিঝড় রিমালের সার্বিক ক্ষয়ক্ষতির হিসাব বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
গতকাল মঙ্গলবার পর্যন্ত ৭ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব পেয়েছেন তিনি।
বুধবার (১২ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি বিষয়ে বিএসআরএফ সংলাপ'-এ তিনি কথা জানান।
বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।
আরও পড়ুন: মেরামতের অপেক্ষায় ‘রিমালে’ ক্ষতিগ্রস্ত ভোলার ১১২ শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিমন্ত্রী বলেন, ‘সার্বিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণে গতকাল একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। এই প্রথম উদ্যোগ নিয়েছি ঘূর্ণিঝড়ের সব ক্ষতি হিসাব করে প্রধানমন্ত্রীর হাতে দেব। আমি আজকের মধ্যে সারাদেশের সমস্ত মন্ত্রণালয়ের যে ক্ষতিটা হয়েছে সেটা সম্পূর্ণ রেডি করে আগামীকাল প্রধানমন্ত্রীর হাতে দেব।’
তিনি বলেন, ‘আমি প্রায় ৯০ ভাগ হিসাব পেয়ে গেছি। আজকে বাকিটা পেয়ে যাব। ক্ষয়ক্ষতির হিসাবটা আমি প্রধানমন্ত্রীর কাছে দেব, যাতে তিনি এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন। যাতে সব কাজগুলো প্রধানমন্ত্রী সঠিকভাবে করতে পারেন।
৯০ শতাংশ ক্ষতি টাকার অংকে কত- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল পর্যন্ত আমি দেখলাম যে আমার কাছে ৭ হাজার কোটি টাকার হিসাব আমার কাছে এসেছে।’
তিনি আরও বলেন, এবার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেড়িবাঁধের। উপকূলীয় মৎস্য সম্পদেরও বিপুল ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকার মাছের ঘেরগুলো নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ে অসংখ্য বেড়িবাঁধ নষ্ট হয়েছে, রাস্তাঘাট নষ্ট হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে।
ঢাকায় সর্বাচ্চ আট মাত্রার ভূমিকম্পও হতে পারে বলেও এসময় আশঙ্কা প্রকাশ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তবে ভয়ের কারণ নেই। কারণ এমন পরিস্থিতি বহুদেশে আসছে। যেমন, তুরস্কে ভূমিকম্প হয়। কিন্তু তারা দুর্যোগ সহনীয় অবকাঠামো ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে। যে কারণে সমস্যা এলে তা সমাধান করার সক্ষমতা তারা তৈরি করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, যদি কোনো রকম ভূমিকম্প হয়, সেজন্য শহুরে অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবী তৈরি করতে কাজ করছি। ভবনগুলো যদি ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কার করা ও মানুষকে উদ্ধারে আমরা ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছি।
তিনি জানান, ভবিষ্যতে একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাইলে জাতিকে দুর্যোগের বিষয়ে সচেতন করতে হবে। বিশেষ করে আমার ভয়ের কারণ ভূমিকম্প। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। যেকোনো সময় আট মাত্রার ভূমিকম্প হতে পারে। এতে ঢাকা শহরের লাখ লাখ লোক আটকা পড়তে পারেন।
এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট গবেষণার ভিত্তিতেই আমি এমন কথা (৮ মাত্রার ভূমিকম্প) বলেছি। এ নিয়ে আমাদের সুনির্দিষ্ট তথ্য আছে।’
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালে ২০ জেলায় ৬৮৮০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী
৫ মাস আগে
জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৩০ মে)।
মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠন।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ, দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ।
মঙ্গলবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
বুধবার (২৯ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভার আয়োজন করে দলটি।
১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা করেন জিয়াউর রহমান। পরে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিক্ষুব্ধ সেনা কর্মকর্তার হাতে নিহত হন তিনি।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া ওইদিন সকাল ১০টায় দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের দুঃশাসনে জনগণ বিরক্ত: ফখরুল
এছাড়া দলের নেতাকর্মীরা জিয়ার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি প্রতিষ্ঠাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করবেন।
আগামী ৩১ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করবে দলটি।
বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো জিয়ার কর্মকাণ্ড নিয়ে সেমিনার, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।
দলের সব মহানগর, জেলা, উপজেলা ও পৌর শাখা নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি মুক্তিযুদ্ধ ও জাতির জন্য বিএনপির প্রতিষ্ঠাতার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
ফখরুল বলেন, ‘এই মহান উদার গণতান্ত্রিক নেতা জিয়াউর রহমানের জনপ্রিয়তা দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা কখনোই মেনে নিতে পারেনি। এই ষড়যন্ত্রকারীরা ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে জাতি একজন মহান দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতাকে হারিয়েছে।’
আরও পড়ুন: লুটপাটের মাধ্যমে ব্যাংক ধ্বংস করছেন আ. লীগ নেতারা: বিএনপি নেতা নজরুল
৫ মাস আগে
সুন্দরবনে আগুন: বৃহস্পতিবার পুড়ে যাওয়া এলাকা পরিদর্শনে যাচ্ছে তদন্ত কমিটি
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডে জীববৈচিত্রের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বন অধিদপ্তরের সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ওই কমিটি গঠন করেন এবং কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
বুধবার (৮ মে) বিকালে বৈঠকে আগুনের ঘটনায় বন অধিদপ্তরের গঠিত কমিটি তদন্তের কর্মপরিকল্পনা গ্রহণ করে। বৃহস্পতিবার সুন্দরবনে অগ্নিকাণ্ডের এলাকা সরজিমেন পরিদর্শনে কমিটি।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ও তদন্ত কমিটির প্রধান মিহির কুমার দো বলেন, আগুন সুন্দরবনের ৭ দশমিক ৯৮ একর বনভূমিতে বিস্তৃতি হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে সুন্দরবনে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যাবে।
আরও পড়ুন: সুন্দরবনের অগ্নিকাণ্ড পরিস্থিতি পর্যবেক্ষণে বন বিভাগের ৫০ কর্মী ও ড্রোন মোতায়েন
৩ দিন পর সুন্দরবনে আগুন নেভানোর ঘোষণা
৬ মাস আগে
বৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
প্রচণ্ড গরমের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যেসব প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, সেগুলো এর আওতার বাইরে।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আরও পড়ুন: অতিরিক্ত গরমে স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষার উপায়
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এয়ার কন্ডিশনার, বিশ্ববিদ্যালয়, 'ও' লেভেলের পরীক্ষা এবং পাবলিক পরীক্ষা রয়েছে সেসব প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
সারাদেশে তাপ সতর্কতার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষক-শিক্ষার্থীসহ মানুষের মৃত্যু ও অসুস্থ হওয়ার খবরের বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন।
ঈদুল ফিতরের ছুটি ও তাপপ্রবাহের কারণে তা বর্ধিত করার পর রবিবার থেকে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ক্লাস শুরু হয়।
ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা থাকলেও প্রচণ্ড গরমের কারণে বন্ধের মেয়াদ ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
আরও পড়ুন: তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ
২ মে থেকে ঢাকাসহ অন্যান্য স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে: বিএমডি
৬ মাস আগে