আগামী কয়েকদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, বিশেষ করে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে। যার ফলে দৃষ্টিসীমা হ্রাস পাবে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।