অনলাইনে নয় সরাসরি ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ২৫২তম শিক্ষা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা পরিষদের সভায় সরাসরি ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে । তবে পরীক্ষা পদ্ধতি কি হবে সেটি ভর্তি পরীক্ষার উপ-কমিটি সিদ্ধান্ত নেবে।
এছাড়া সভায় বঙ্গবন্ধু চেয়ার স্থাপন ও স্নাতকধারী শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষা সরাসরি নেয়ার সিদ্ধান্ত নেয়।