ঢাকা, ০১ অক্টোবর (ইউএনবি)- অনলাইন ক্যাসিনো চালানো এবং মানিলন্ডারিংয়ে অভিযুক্ত সেলিম প্রধানের বাসা ও অফিসে অভিযান চালিয়ে মঙ্গলবার এক কোটি দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি সুজয় সরকার জানান, থাইল্যান্ড যাওয়ার সময় সোমবার বিকালে ঢাকা বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতে সেলিমের গুলশানের বাসায় অভিযান চালায় র্যাব এবং মো. আখতারুজ্জামান ও মো. রোমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে সেলিমের বনানীর অফিসে অভিযান চালানো হয়।
সরকার বলেন, র্যাব ২৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা নগদ এবং ২৩টি দেশের ৭৭ লাখ ৬৩ হাজার ২৩ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করে। অভিযানে ৪১ বোতল বিদেশি মদ, ১২টি পাসপোর্ট, ৩২টি চেক, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ এবং পাঁচটি মাস্টার কার্ড জব্দ করা হয়।