অপহরণের শিকার সাব্বির আহম্মদ নামের এক যুবককে টেকনাফ থেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (১ মার্চ) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবির পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নৌবাহিনী।
ভুক্তভোগীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে একদল অপহরণকারীরা সাব্বির আহম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং এর পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। অভিযান চলাকালে আনুমানিক বেলা ৩টার দিকে টেকনাফ সদর পৌরসভার হাবির পাড়ার একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন— হালিমা খাতুন ও মুন্নি আক্তার।
এতে বলা হয়, উদ্ধারকৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়াও আইনগত ব্যবস্থা নিতে আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।